সচিন-সৌরভ থেকে বিরাট গর্জে উঠলেন-রিহানা গ্রেটাদের ট্যুইটের বিরুদ্ধে, দিলেন 'নাক না গলানোর' পরামর্শ

রাজধানীর বুকে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন মার্কিন পপস্টার রিহানা, সমাজকর্মী গ্রেটা থুনবার্গরা। সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করার পাশপাশি কার্যত প্রচার শুরু করে দেন তারা। ঘটনার প্রতিবাদ জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও। এরপরই টুইটারে ট্রেন্ডিং হয় #‘ইন্ডিয়াএগেনস্টপ্রোপাগান্ডা’ (#IndiaAgainstPropaganda) এবং হ‌্যাশট‌্যাগ ‘ইন্ডিয়াটুগেদার’ (#IndiaTogether)। ঘটনায় প্রতিবাদে সরব হন ভারতীয় ক্রিকেট তারকারা। ঐক্যবদ্ধ ভারতের আওয়াজ তুলে রিহানা-গ্রেটাদের সমালোচনা করেছেন সচিন, সৌরভ, বিরাট, রোহিত থেকে শুরু করে রবি শাস্ত্রী, সুরেশ রায়নারা।

Sudip Paul | Published : Feb 4, 2021 5:21 AM IST / Updated: Feb 08 2021, 03:50 PM IST
19
সচিন-সৌরভ থেকে বিরাট গর্জে উঠলেন-রিহানা গ্রেটাদের ট্যুইটের বিরুদ্ধে, দিলেন 'নাক না গলানোর' পরামর্শ

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর টুইট করেন, 'ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস নয়। বিদেশি শক্তি দর্শক হতে পারে, দেশের কোনও ঘটনার অংশীদার নয়। ভারতীয়রা দেশকে ভাল করেই চেনেন এবং দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের সকলের ঐক‌্যবদ্ধ থাকা উচিত।'
 

29

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি  আহ্বান জানান,'আসুন, এই মতবিরোধের মধ্যে আমরা সবাই ঐক‌্যবদ্ধ থাকি। কৃষকরা দেশের অবিচ্ছেদ‌্য অঙ্গ। আমি নিশ্চিত, এই সমস‌্যার সমাধান পাওয়া যাবে, শান্তি ফিরবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব।'
 

39

সরব হয়েছেন ক্রিকেট তারকা রোহিত শর্মাও। তাঁর কথায়, 'যখনই আমরা ঐক‌্যবদ্ধ হই, তখনই ভারত আরও শক্তিশালী হয়। সমস‌্যার সমাধান খোঁজাই এইমুহূর্তের দাবি।' ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও ঐক্যবদ্ধ ভারতের পক্ষে সওয়াল করেন।
 

49

অজিঙ্কা রাহানের গলাতেও একই সুর। 'যদি আমরা ঐক‌্যবদ্ধ থাকি, তাহলে পৃথিবীতে এমন কোনও ইস্যু নেই যার সমাধান বেরবে না। চলুন, অভ‌্যন্তরীণ বিষয়ে ঐক‌্যবদ্ধ থেকে সমস্যা মিটিয়ে ফেলি।'

59

প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে লিখেছেন, 'বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷ ' 

69

ভারতীয় ওপেনার শিখর ধওয়ান ট্যুইটে জানিয়েছেন, 'আমাদের এমন এক সমাধানে পৌছানোটা গুরুত্বপূর্ণ যা আমাদের মহান জাতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা একত্রিত হয়ে আরও ভাল এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাই।
 

79

দেশবাসীকে একজোট করার ডাক দিয়ে ট্যুইট করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও৷ আলোচনার মাধ্যমেই কৃষকদের সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন৷ রবি শাস্ত্রী লিখেছেন, 'ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় কৃষিকাজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়৷ কৃষকরা দেশের মেরুদন্ড৷ এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে বলে আশা রাখি৷ জয় হিন্দ৷ '
 

89

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না জানান, 'একটি দেশ হিসাবে আমাদের আজকের ও আগামির সমস্যার সমাধান করতে হবে। তবে এর অর্থ এই নয় যে আমরা একটি বিভাজন তৈরি করি বা বাহ্যিক শক্তি দ্বারা বিভ্রান্ত হয়ে যাই। সুদৃঢ় ও নিরপেক্ষ কথোপকথনের মাধ্যমে সবকিছু সমাধান করা যেতে পারে।'
 

99
প্রতিক্রিয়া দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নিজে কিছু না লিখলেও, সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলের ট্যুইট রিট্যুইট করে বুঝিয়ে দিয়েছেন তার অবস্থান।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos