ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ,শোক প্রকাশ সচিন,সৌরভ,কোহলিদের

প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল। শোকপ্রকাশ করলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, বীরেন্দ্র সেওয়াগ থেকে ওয়াকার ইউনিস।
 

Sudip Paul | Published : Apr 30, 2020 11:06 AM IST
114
ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ,শোক প্রকাশ সচিন,সৌরভ,কোহলিদের

“ঋষিজির মৃত্যু আমার কাছে অত্যন্ত দুঃসংবাদ। ওঁর সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। যতবার আমাদের দেখা হয়েছে ততবার আন্তরিকতা দেখিয়েছেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। নীতুজি এবং রণবীর-সহ পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাই।”- সচিন তেন্ডুলকর
 

214

"একটি জীবন .. পুরোপুরি ও  সুখী জীবনযাপন .. অন্য কোনও কিছুর পরোয়া নয় ..। দুজনকেই মিস করব।"- সৌরভ গঙ্গপাধ্যায়
 

314

‘আমার ছোটবেলার নায়ক চলে গেলেন। আত্মার শান্তি কামনা করি।’- অনিল কুম্বলে
 

414


“ওঁর সঙ্গে সবসময় হাসিখুশিতেই সময় কাটত। নীতুজি, রণবীর এবং ঋদ্ধিমার প্রতি আমার সমবেদনা। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন।” - রবি শাস্ত্রী
 

514

“এটা অবিশ্বাস্য, অবাস্তব। গতকাল ইরফান খান আর আজ ঋষিজি! আজ একজন কিংবদন্তির প্রয়াণ হল। এটা মেনে নিতে পারছি না। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল।” - বিরাট কোহলি

614

"এই খবর হৃদয়বিদারক। ওঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।”- শিখর ধাওয়ান
 

714


"খুব খুব দুঃখিত ঋষি কাপুর জি-র প্রয়াণের খবরে। সবে ইরফানের খানের মৃত্যুর খবর এসেছিল। সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।"-রবিচন্দ্রন অশ্বিন
 

814


"ঋষি কাপুরজির মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। আরও এক কিংবদন্তী অভিনেতাকে হারাল বলিউড। পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনা করি।"- ইশান্ত শর্মা

914

"ঋষি কাপুরজির চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি।"- বীরেন্দ্র সেওয়াগ
 

1014


"ঋষি কাপুরজির মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। ওনার পরিবার ও প্রিয়জনদের সমবেদনা জানাই।"- ভিভিএস লক্ষ্মণ
 

1114

"সকালে উঠেই এই দুঃসংবাদ শুনি। ঋষিজির আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।"-হরভজন সিং
 

1214

"দুদিনে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র জগতের দুজন দুর্দান্ত অভিনেতা। যেখানেই থাকুন তারা সেকানেই আনন্দ ছড়িয়ে দেবেন। ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করি।"- সুরেশ রায়না

1314


"ঘুম থেকে উঠেই এই হৃদয়বিদারক খবরটি শুনি। শোনার পর থেকেই আমি কথা বলার ভাষা হারিয়েছি। ঋষি কাপুরজির আত্মার শান্তি কামনা করি"- মহম্মদ কাইফ

1414

"বিশ্ব চলচ্চিত্রের খুব কঠিন সময়। ঋষি কাপুরের প্রয়াণে একটা যুগের অবসান হল। আপনি সর্বদা সকলের হৃদয়ে থাকবেন। কাপুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।"- ওয়াকার ইউনিস

Share this Photo Gallery
click me!

Latest Videos