ফের সুপার হট অবতারে ধরা দিলেন হার্দিক পত্নী নতাসা, ছবি দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

Published : Jun 29, 2021, 08:40 PM IST

শিখর ধওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কাগামী ভারতীয় দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। একদিকে যখন ক্রিকেটে ফিরতে মরিয়া হার্দিক, তখন অপরদিকে সোশ্য়াল মিডিয়ায় একের পর এক নিজের রূপের ঝড় তুলছেন  হার্দিক পত্নী নতাসা স্তানোকোভিচ। যেই ছবিগুলি মুহুর্তে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়।  

PREV
112
ফের সুপার হট অবতারে ধরা দিলেন হার্দিক পত্নী নতাসা, ছবি দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় হার্দিক পান্ডিয়ার স্ত্রী নতাসা স্তানোকোভিচ। 
 

212

ঘন ঘন নিজের হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সার্বিয়ান অভিনেত্রী ও মডেল।
 

312

সোশ্য়াল মিডিয়ায় নতাসা স্তানোকোভিচের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোয়া। 

412

নতাসার একটি একটি ছবি শেয়ার করার পর তা খুবই পছন্দ করেন সকলে। মুহুর্তে ভাইরাল হয় সব ছবি।
 

512

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন নতাসা। যেখানে তাকে খুব স্টাইলিস্ট ও হট দেখায়।
 

612

ভিডিওতে নতাসার রূপ ও হটবেস সকলকেই মুগ্ধ করে। সেই ছবিতে কমেন্ট করেন হার্দিক পান্ডিয়াও।
 

712

এছাড়াও কখনও সুইমিং পুলে বিকিনি পড়েও নিজের একাধিক হট ছবি শেয়ার করেছেন নতাসা। 
 

812

সুইমিং পুলে স্বপরিবারের বিন্দাস সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন নতাসা। যেখানে হার্দিক ও অগস্ত্যও সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন নতাসা।

912

বর্তমানে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে স্ত্রী ও ছেলেকেও নিয়ে গিয়েছেন।
 

1012

প্লেনে ওঠার সময়ও নিজের স্টাইলিস্ট লুকের ছবি শেয়ার করেছেন নতাসা। যেই ছবি সকলেই খুব পছন্দ করেছেন।
 

1112

প্লেনের ভিতরে হার্দিক পান্ডিয়া ওক্রুণাল পান্ডিয়ার পরিবার একসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
 

1212

ফলে বলিউড বা মডেলিং থেকে দূরে থাকলেও, সোশ্য়াল মিডিয়ায় নিজের রূপে ঝড় অব্যাহত রেখেছেন নতাসা।

click me!

Recommended Stories