এই ছবি শেয়ার করে হেজেল কিচ লেখেন, আমি জানি তুমি কাজে ব্যস্ত থাকো এবং খুব ব্যস্ত মানুষ। কিন্তু তুমি আমার জন্য বাড়ি আসতেই পার। আমি তোমাকে মিস করছি।' এই ছবিতে অজস্র কমেন্ট ও লাইক পড়ে। অনেকেই জানতে চান বা মন্তব্য করেন, পরিবারে কি নতুন অতিথি আসতে চলেছে।