কে এল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব)
পঞ্জাব দলে ক্রিস গেইলের মত তারকা থাকলেও, বয়সের ভারে তার ধার কিছুটা কমেছে। বর্তমানে দলের সেরা বিধ্বংসী ব্যাটসম্যান ও একইসঙ্গে ক্লাসিক ব্যাটস ম্যান কেএল রাহুল। এখনও পর্যন্ত আইপিএলে ১৭৬টি বাউন্ডারি ও ৮১টি ছয় মেরেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৮।