দুর্গা পুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। পুজোর কটা দিন আনন্দে মাতোয়ারা বাঙালি ভুলে যান জীবনের যত সমস্যাগুলিকে। উমার আগমনে ভুবন হয়ে ওঠে সুখময়। কিন্তু এবছরের পুজো একটু আলাদা। করোনা আবহে প্রতিমা দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত। কিন্তু সীমাবদ্ধ পরিবেশেই পুজোর আনন্দ উপভোগ করতে হবে সকলকে। তাই প্রতিবারের তুলনায় এবার সেলেবদের পুজো নিয়ে জানার কৌতুহলও সকলের বেশি। সেললেব বলতেই বাংলার ক্রীড়া জগতে সবার আগে মাথায় আসে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। এবছর 'দাদা' কীভাবে পুজো কাটাবেন তা তো আমরা তুলে ধরবই। তার আগে দেখা যাক গতবারের পুজো কীভাবে কাটিয়েছিলেন বাংলার 'মহারাজ'।