বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবে বিরাট কোহলিরা,টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালকে ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। মাঠের বাইরে শুরু হয়ে গিয়েছে মাইন্ড গেম। এরইমধ্যে ফাইনালে জয়ী দলের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। যা জানলে চোখ কপালে উঠবে সকলের।
 

Sudip Paul | Published : Jun 14, 2021 8:45 PM
18
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবে বিরাট কোহলিরা,টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মেগা ফাইনাল বলে কথা। প্রথমবার যেই দল ট্রফি জিতবে তাদের কাছে বিষয়টি খুবই গর্বের। তাই ফাইনালের ট্রফির পাশাপাশি পুরস্কার মূল্য কত হবে তা নিয়ে আলোচনা চালাচ্ছিল আইসিসি।
 

28

এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে মনে করছিল। আইসিসিও সব দিক বিচার করে বিশাল অঙ্কের টাকা জয়ী দলের জন্য ঘোষমা করল।
 

38

সোমবার আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিস আসন্ন হেভিয়েট ইভেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করে দিলেন। কাপ যুদ্ধে বিজয়ী দলের পকেটে আসবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার।

48

ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি ৭১ লক্ষ ৭৪ হাজার টাকার কিছু বেশি। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড তো থাকছেই। 
 

58

অপরদিকে পরাজিত দল, নয় দলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য় এর অর্ধেক ৮০০, ০০০ মার্কিন ডলার পাবেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫.৮৫কোটি।

68

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয়, তার উপায়ও জানিয়ে দিয়েছে আইসিসি। ড্র-র ক্ষেত্রে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে দুই দলের মধ্যে।
 

78

এর পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লক্ষ, ৩.৫ লক্ষ এবং ২ লক্ষ আমেরিকান ডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লক্ষ আমেরিকান ডলার পাবেন।
 

88

আইসিসির তরফ থেকে এত বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উন্মাদনা অনেকটা বাড়ল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos