প্রতিবেশীর সঙ্গে প্রেম, সিনেমা দেখতে গিয়ে শাশুড়ির হাতে পাকড়াও, জানুন অজিঙ্কে রাহানের প্রেম কাহিনি

বিরাট কোহলির অনুপস্থিতে দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিয়েছেন অজিঙ্কে রাহানে। অ্যাডিলেড টেস্ট হারের পর কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেওয়া ও চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের জয়ের ভিত রচনা করে, সর্বত্র প্রশ্ংসিত হচ্ছেন রাহানে। তার অধিনায়কত্বেরও প্রশংসা করছে ক্রিকেট বিশ্ব। ২২ গজে আপাত নিরীহ ঠান্ডা মাথার রাহানে কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক। রাহানে ও তার স্ত্রী রাধিকার প্রেম কাহিনিও খুবই মজার ও আকর্ষণীয়। মেলবোর্ন টেস্টে রাহানের কেরিয়ারে অন্যতম সাফল্যের সময় আপনাদের জানাবো তার প্রেম ও বিয়ের কাহিনি।
 

Sudip Paul | Published : Dec 29, 2020 6:40 PM
112
প্রতিবেশীর সঙ্গে প্রেম, সিনেমা দেখতে গিয়ে শাশুড়ির হাতে পাকড়াও, জানুন অজিঙ্কে রাহানের প্রেম কাহিনি

অজিঙ্কের রাহানে বিয়ে করেন তার ছোটো বেলার বন্ধপ রাধিকা দোপাভকারকে।
 

212

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা।
 

312

কিন্তু রাহানে ও রাধিকার প্রেম ও বিয়ের গল্প খুবই আকর্ষণীয়। কারণ প্রথমে প্রেম ও তারপর অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের।
 

412

রাহানের ছোট বেলাতেই রাধিকা ও তার পরিবার পুণে থেকে এসে মুম্বইতে সেটেলড হন। রাহানের বাড়ির পাশের বাড়িতেই আসে রাধিকারা।
 

512

রাধিকা ও রাহানে প্রতিবেশী হওয়ার কারণে ছোট বেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলেন। পরে তাদের মধ্যে প্রেম হয়।
 

612

স্কুলের পর দুজন একই কলেজে ভর্তি হয়েছিলেন। রোজ একসঙ্গে কলেজে যাতায়াত করতেন রাহানে ও রাধিকা।
 

712

তাদের বন্ধুত্ব নিয়ে সর্বত্র খুবই আলোচনা হতে। কলেজে তাদের সকলেই প্রেমিক-প্রেমিকা ভাবত। কিন্তু তখনও প্রেম হয়নি রাহানে-রাধিকার।
 

812

পরে ধীরে ধীরে রাহানে ও রাধিকার মধ্যে প্রেম শুরু হয়। দুজন একে-অপরকে পছন্দও করেন।তারপর কলেজের বাইরে তারা কখনও পার্কে বা কখনও সিনেমা দেখে একান্তে সময় কাটাতেন।

 

912

একদিন কলেজ পালিয়ে সিনেমা দেখে ফেরার সময় রাধিকার মা তাদের রাস্তায় হাতে-নাত ধরে ফেলেন। সেই সময় রাহানে কোনও রকমে পালিয়ে লোকানোর চেষ্টাও করেন। কিন্তু সফল হননি তিনি।
 

1012

তারপর দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরিবারের বড়োরা দুজনের বিয়ে ঠিক করে। বিয়ের পরও রাধিকা ও রাহানে দুজনকে খুব ভালো বন্ধু মনে করেন। একসঙ্গে কোয়ালিটি টাইমও কাটান।
 

1112

বিয়ের পর ২০১৯ সালে রাহানে-রাধিকার পরিবারে আসে নতু  অতিথি। কন্য়া সন্তানের বাব-মা হন তারা।
 

1212

রাহানের খেলার বিষয়ে সবসময় পাশে তাকেন রাধিকা। মেলবোর্নে রাহানের সাফল্যে খুশি তার স্ত্রী। গোটা সিরিজে রাহানের সাফল্য কামনা করেছেন রাধিকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos