দ্বিতীয় ম্যাচের আগে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। কঠিন সময়ে দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান অজিঙ্কে রাহানে। যদিও ধীরে ধীরো গোটা টেস্ট সিরিজে চোটের কারণে বাদ পড়তে থাকেন শামি, উমেশ, বুমরা, জাদেজা, হনুমা বিহারীর মত প্রথম দলের তারকা প্লেয়াররা।