সিডনি টেস্টে ভারতের ঐতিহাসিক ড্র-কে জয়ের তকমা দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় দল বিশেষ করে হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, চেতশ্বর পুজারা, ঋষভ পন্থদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নেওয়ায় চতুর্থ টেস্টের আগে মানসিকভাবে অস্ট্রেলিয়া দল। যার ফলে ব্রিসবেনে টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ দিচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় সব থেকে বড় মাথা ব্য়াথার কারণ হয়ে দাঁডিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। গোটা দল কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তৃতীয় টেস্টে খেলা একাধিক প্লেয়ারও খেলতে পারবেন না চতুর্থ টেস্ট। সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী ও জসপ্রীত বুমরা। ফলে টিম সিলেকশন করতে গিয়েও সমস্যা পড়তে হচ্ছে ম্য়ানেজমেন্টকে।