চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারে একাধিক তারকা, দেখে নিন সম্ভাব্য একাদশ

লিডসে তৃতীয় টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। ইনিংস ও ৭৬ রানে ম্য়াচে হারেছিল বিরাট কোহলির দল। তারপর থেকেই দলে একাধিক পরিবর্তনের দাবি উঠেছিল। প্রাক্তনরাও বলেছিলেন দলে পরিবর্তন দরকার। ওভালে চতুর্থ টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা।

Sudip Paul | Published : Sep 1, 2021 4:53 PM
111
চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারে একাধিক তারকা, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের মাটিতে প্রথম তিনটি টেস্টেই ওপেনিং জুটিতে ভারতীয় দলকে ভরসা দিয়েছেন 'হিটম্যান' রোহিত শর্মা। যার ফলে ওপেনিং নিয়ে চিন্তা কমেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। রোহিতের ব্যাটে সেঞ্চুরি আসা শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন তার কোচ। 
 

211

কেএল রাহুলও ইংল্যান্ড সফরে অনবদ্য ব্যাটিং করছেন ওপেনিংয়ে। প্রথম টেস্টে অর্ধশতরানের পর লর্ডস টেস্টে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল। লিডসেও রাহুলের ব্যাটে রান না আসলেও, ওভালে ফের রানে ফিরতে মরিয়া তিনি।
 

311

ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ তিনি। ব্য়াটে দীর্ঘ দিন বড় রান না আসায় উঠছিল প্রশ্ন। লিডসে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ওভালে বড় রান করাই লক্ষ্য পুজারার। 
 

411

লিডসে দ্বিতীয় ইনিংসে বড় অর্ধশতরান করলেও, এখনও বড় রান অধরা ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে। তারউপর লিডস টেস্টে হারের চাপ। সব মিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে ভারত অধিনায়কের। ওভালে বিরাটের ব্য়াটে সেঞ্চুরি দেখার অপেক্ষায় ভক্তরা।
 

511

ব্য়াটে রানের খরা নিয়ে চিন্তিত ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির ডেপুটি অজিঙ্কে রাহানে।  লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেও লিডসে রান আসেনি রাহানের ব্য়াটে। ওভালে রান ফেরাই লক্ষ্য তার। তবে ওভালে রাহানাকে দল থেকে বাদ দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। রাহানের জায়গায় সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়ার জল্পনাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে সূর্যকুমারের।
 

611

ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসছেন ভারতীয় উইকেট রক্ষক। পন্থও মুখিয়ে রয়েছেন বড় ইনিংস খেলার জন্য। লিডসে ব্যর্থতার পরই নেট দুনিয়ায় দাবি উঠেছিল ঋদ্ধিমান সাহাকে ফেরানো নিয়ে। চতুর্থ টেস্টে ক্ষীণ সম্ভবনা থাকছে ঋদ্ধির ফেরার।

711

বল হাতে চলতি টেস্ট সিরিজে কামাল দেখাতে পারেননি রবীন্দ্র জাদেজা। তৃতীয় টেস্টে হাঁটুতে চোটও লেগেছিল তার। চতুর্থ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের দলে ফেরা নিশ্চিৎ। ইতিমধ্যেই অনুশীলনে তৎপরতা দেখা গিয়েছে অশ্বিনের।
 

811

ভারতীয় পেস অ্যাটাক এই মুহূর্তের বিশ্ব সেরা। সেই অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হলেন মহম্মদ শামি। প্রথম ও দ্বিতীয় টেস্টেও মহম্মদ শামি আগুন ঝড়িয়েছেন। তাকে সামলাতে হিমসিম খেয়েছে ব্রিটিশ ব্য়াটসম্যানরা। তৃতীয় টেস্টের জন্য প্রস্তুত শামি।
 

911

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জ্বলে উঠেছিলেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন বুমরা। 
 

1011

প্রথম টেস্টে ৩ উইকেট, লর্ডসে আট উইকেট নিয়ে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সিরাজের সুইং সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। তৃতীয় টেস্টেও মুখিয়ে রয়েছেন সিরাজ।
 

1111

প্রথম টেস্টে ভালো বোলিং করেছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু চোটের কারণে তাকে দলের বাইরে যেতে হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন ইশান্ত শর্মা। কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তাই চতুর্থ টেস্টে শার্দুল ঠাকুরের দলে ফেরা সম্ভাবনা বেশি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos