ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেতে পারে এই বোলার, একাই 'ধ্বংস' করে দিতে পারে জো রুটের দলকে

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। বর্তমানে তিন টেস্টের শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্টে ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে চলছে নানা জল্পনা। পরিস্থিতি যা তাতে ইংল্য়ান্ড সিরিজে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেতে চলেছে এমন এক বোলার যিনি একাই জো রুটের দলকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।
 

Sudip Paul | Published : Sep 1, 2021 8:26 AM IST

112
ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেতে পারে এই বোলার, একাই 'ধ্বংস' করে দিতে পারে জো রুটের দলকে

চলতি ভারত-ইমল্য়ান্ড টেস্ট সিরিজে হয়ে গিয়েছে ৩টি ম্যাচ। প্রথম ম্য়াচ বৃষ্টির কারণে অল্পের জন্য জয় হাতছাড়া হয় ভারতীয় দলের। দ্বিতীয় ম্য়াচে লর্ডসে হাড্ডাহাড্ডি ম্যাচে দুরন্ত জয় পায় বিরাট কোহলির দল।
 

212

কিন্তু লর্ডস টেস্টের মধুর স্মৃতি বেশি দিন স্থায়ী হয়নি ভারতীয় দলের। হেডিংলিতে তৃতীয় টেস্টে পাল্টা প্রত্যাঘাত করে জো রুটের দল। ইনিংস ও ৭৬ রানে বিরাট কোহলির দলকে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। 

312

এই তিন টেস্ট ম্যাচেই ভারতীয় দলে চার জোরে বোলার নিয়ে খেলে। একমাত্র স্পিনার ও অলরাউন্ডার হিসেবে খেলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে জাদেজা রান পেলেও, বল হাতে তিন টেস্টেই তেমন কোনও আহামমরি সাফল্য নেই জাড্ডুর।

412

প্রথম ম্যাচ থেকেই ভারতীয় টেস্ট দলের প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম এগারোর বাইরে রাখা হয়েছে। যা নিয়ে বিতর্কও কম হয়ননি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা সকলেই অশ্বিনের পক্ষে সওয়াল করেছেন।

512

জাদেজা তিন টেস্টেই বল হাতে ব্যর্থ হলেও কেন অশ্বিনকে দলে ফেরানো হচ্ছে না তা নিয়ে বিতর্কও কম হয়নি। তারপরও বিরাট কোহলি রবি শাস্ত্রী আস্থা রেখেছেন রবীন্দ্র জাদেজার উপরই।

612

তবে চতুর্থ টেস্টে ওভালে ভারতীয় দলে রবিচন্দ্র অশ্বিনের ফিরে আসাটা প্রায় নিশ্চিৎ। কারণ দলে ভালো কোয়ালিটি ম্য়াচ উইনার স্পিনারের অভাব রয়েছে। যেই নির্ভরতা দলকে একমাত্র দিতে পারেন তারকা অফ স্পিনার।

712

ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের পারফরমেন্সও খুবই ভালো। চলতি বছরের শুরুর দিকে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেয়েছিল ইংরেজ ব্যাটসম্য়ানরা।
 

812

এছাড়াও টেস্টে ক্রিকেটে ভারত তথা বিশ্বের অন্যতন সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৭৯ টেস্টে ম্য়াচে ৪১৩টি উইকেট রয়েছে ভারতীয় অফ স্পিনারের ঝুলিতে। ব্যাট হাতে সফল তিনি। টেস্টে ৫টি সেঞ্চুরি ১১টি হাফ সেঞ্চুরি সহ ২৬৮৫ রান রয়েছে অশ্বিনের ঝুলিতে।

912

অশ্বিন ফেরার ইঙ্গিত পেয়েই ব্রিটিশদের মনে একটু হলেও ভয় ধরেছে। দলের ব্যাটসম্য়ানদের মনোবল বাড়াতে পেপ টক দিয়েছেন স্বয়ং অধিনায়ক জো রুট। ব্রিটিশ অধিনায়ক বলেছেন,'নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। বল দেখে খেলতে হবে। তা হলেই সমস্যা হবে না।'
 

1012


এছাড়াও অশ্বিনের প্রশংসা করে রুট বলেছেন,'ও কী করতে পারে তা আমরা সকলেই জানি। অশ্বিন বিশ্বমানের ক্রিকেটার। ও দলে ফিরলে ভারত আরও শক্তিশালী হবে। শুধু বল নয় ব্যাট হাতেও অশ্বিন কী করতে পারে তা অতীতে আমরা দেখেছি। রেকর্ড ওর হয়ে কথা বলে। তবে আমরাও তৈরি।'
 

1112


১৯৭১ সালে ওভালে ভারত নিজেদের একমাত্র টেস্ট ম্যাত জিতেছিল। তাও স্পিনার চন্দ্রশেখরের অনবদ্য বোলিংয়ে। তারপর থেকে আর ওভালে কোনও ম্যাচ জেতেনি ভারত। ড্র বা হারের মুখ দেখতে হয়েছে। তবে কী ৫০ বছর পর অশ্বিনের হাত ধরেই দ্বিতীয় জয় পেতে চলেছে ভারত।
 

1212


ওভাল টেস্ট শুরুর আগে অনুশীলনে ব্যস্ততাও ধরা পড়েছে অশ্বিনের। কোচ ও অধিনায়কের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছেন। সব মিলিয়ে চতুর্থ টেস্টে দলের অন্যতম প্রধান অস্ত্রকে নামিয়েই সিরিজে জয়ে ফিরতে মরিয়া ভারতীয় দল।

Share this Photo Gallery
click me!
Recommended Photos