ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ২৫০টি ছক্কা হাঁকালেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন হিটম্যান। রোহিত শর্মা ৫৮ বলে ৬টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন। এই পাঁচটি ছক্কার মাধ্যমে তিনি ওয়ানডে ক্রিকেটে তার ২৫০টি ছক্কাও পূর্ণ করলেন। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারা খেলোয়াড়দের তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা।