এজবাস্টনে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্টের প্রথম ইনিংসে ডাহা ফেল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)ব্য়াটিংয়ের টপ অর্ডার। সেই জায়গায় ঋষভ পন্থের (Rishabh Pant) অনবদ্য শতরান ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দুরন্ত ব্য়াটিংয়ে ভর করে লড়াইয়ে ফিরেছে ভারত। প্রথম দিনের শেষে ভারতে স্কোর ৩৩৮ রানে ৭ উইকেট। একসময় যেখানে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল টিম ইন্ডিয়া (Team India) সেখান থেকে পন্থের পাল্টা মারের নীতি ইংল্য়ান্ডকে ব্য়াকফুটে ঠেলে দেয়। ১১১ বলে ১৪৬ রান করে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার পাশাপাশি একাধিক রেকর্ড (Record) গড়েছেন ঋষভ পন্থ। একইসঙ্গে সমালোচকদেরও দিয়েছেন যোগ্য জবাব। এক ঝলকে দেখে নেওয়া যাত এজবাস্টন টেস্টে পন্থের আগ্রাসী ব্যাটিং গড়ল কোন কোন রেকর্ড।