পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন। একইসঙ্গে পন্থের এই ইনিংস তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের জবাব বলেও মনে করছেন সকলে। তিনি যে লম্বা রেসের ঘোড়া আরও একবার প্রমাণ করলেন ঋষভ পন্থ।