দলে একাধিক নতুন তারকা, বাদ অনেকেই, দেখে নিন একদিনের সিরিজে ঘোষিত ভারতীয় দল

Published : Mar 19, 2021, 01:55 PM IST

২-২ সমতায় রয়েছে টি২০ সিরিজ। শনিবার শেষ ম্য়াচে হবে সিরিজের ভাগ্য নির্ধারন। ইতিমধ্যে টি২০ সিরিজের ফাইনাল ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে পারদ। এরই মধ্যে ইংল্য়ান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। একদিনের দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন তারকা। টেস্ট সিরিজে দুরন্ত পারফর্ম করেও একদিনের দলে প্রত্যাবর্তন হল না রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্রাম দেওয়া হেয়ছে জসপ্রীত বুমরাকেও। সুযোগ পাননি ইশান কিষাণও। চলুন দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ জনের ভারতীয় দলে কারা পেল সুযোগ, আর কারা পড়ল বাদ।  

PREV
120
দলে একাধিক নতুন তারকা, বাদ অনেকেই, দেখে নিন একদিনের সিরিজে ঘোষিত ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক)

220

রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
 

320

শিখর ধাওয়ান (ব্যাটসম্যান) 

420

শুভমন গিল (ব্যাটসম্যান)

 

520

শ্রেয়স আইয়ার (ব্যাটসম্যান) 

620

সূর্যকুমার যাদব (ব্যাটসম্যান)

720

হার্দিক পাণ্ডিয়া (অলরাউন্ডার)

820

ঋষভ পন্থ (উইকেট কিপার)

920

কেএল রাহুল ((ব্যাটসম্যান, উইকেট কিপার)

1020

যুজবেন্দ্র চাহাল (স্পিনার) 

1120

কুলদীপ যাদব (স্পিনার) 

1220

ক্রুনাল পাণ্ডিয়া (স্পিনার) 

1320

ওয়াশিংটন সুন্দর (স্পিনার) 

1420

টি নটরাজন (পেস বোলার)

1520

ভুবনেশ্বর কুমার (পেস বোলার)

1620

মহম্মদ সিরাজ (পেস বোলার)

1720

প্রসিদ্ধ কৃষ্ণা (পেস বোলার)

1820

শার্দূল ঠাকুর (পেস বোলার)
 

1920

অর্থাৎ দলে তিন জন নতুন প্লেয়ার সুযোগ পেয়েছেন তারা হলেন সূ্র্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা ও ক্রুণাল পান্ডিয়া। 

2020

২৩ মার্চ থেকে পুণেতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই আয়োজিত হবে পুণেতে। ২৩ তারিখের পর ২৬ এবং ২৮ মার্চ বাকি দু’টি ওয়ানডে খেলা হবে।

click me!

Recommended Stories