ব্রিটিশ অধিনায়ক জো রুটের হুঙ্কার, কোহলির দলকে দিলেন সরাসরি হুঁশিয়ারী

বেন স্টোকস, জোফ্রা আর্চারের পর এবার জো রুট। টেস্ট সিরিজ শুরু আগে এবার ভারতীয় দলকে সরাসরি হুঁশিয়ারী দিয়ে রাখলেন খোদ ইংল্যান্ড অধিনায়ক। কীভাবে বিদেশের মাটিতে টেস্ট জিততে হয় তা ইংল্যান্ড দল এখন ভালো মত শিখে গিয়েছে বলে জানিয়েছেন জো রুট। এছাড়াও ভারতীয় দলের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।

Sudip Paul | Published : Feb 2, 2021 11:54 AM IST
18
ব্রিটিশ অধিনায়ক জো রুটের হুঙ্কার, কোহলির দলকে দিলেন সরাসরি হুঁশিয়ারী

ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর অনেক আগে থেকেই চড়তে শুরু করেছিল পারদ। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যের পর ট্যুইটে ইংল্য়ান্ডের প্রাক্তন  অধিনায়ক কেভিন পিটারসন জানিয়েছিলেন, এবার আসছে আসল দল। তৈরা থেকো।

28

তারপর কখনও ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার বেন স্টোকস তো কখনও ব্রিটিস পেসার জোফ্রা আর্চারে গলাতেও শোনা গিয়েছে হুমকিরি সুর। একতরফা হবে না সিরিজ জানিয়ে দিয়েছিলেন আর্চার।

38

এবার বিরাট কোহলির দলকে হুঁশিয়ারী দিয়ে রাখলেন খোদ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। রুটের মতে, এখন ইংল্যান্ড শিখে গিয়েছে বিদেশের মাটিতে বিপক্ষের ২০ উইকেট নেওয়া, প্রথম ইনিংসে বড় রান করা।

48

শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতে পা রেখেছে ব্রিটিশ লায়ন্সরা। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে দুরন্ত পারফর্ম করে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে ইংল্যান্ড দলের। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই হুঙ্কার দিয়ে রাখলেন রুট। 
 

58

এক সাক্ষাৎকারে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন,'আগে আমরা বিপক্ষের ২০ উইকেট নিতে পারতাম না, বিশেষ করে দেশের বাইরে। এখন মনে হয়ে শিখে গিয়েছি। প্রথম ইনিংসে রান করার ব্যাপারেও অনেক ধারাবাহিক হয়ে উঠেছি আমরা।'

68

এছাড়া ব্রিটিশ অধিনায়ক জানিয়েছেন,'শেষ ১২ টেস্টে ৬ থেকে ৭ বার ৪০০ রানের বেশি করতে পেরেছি আমরা। এটা দারুণ সাফল্য। বিদেশের মাটিতে এটা ধরে রাখা জরুরি।' স্পিনের বিরুদ্ধেও তারা যে আত্মবিশ্বাসী সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।

78

ভারতের বিরুদ্ধে নিজের একশো তম টেস্ট খেলবেন রুট। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন,'ভারতেই প্রথম টেস্ট খেলেছিলাম ২০১২ সালে। চোখ খুলে দিয়েছিল সেই টেস্ট। স্পিন খেলতে শিখেছিলাম, দারুণ কয়েকজন সতীর্থ ছিল, কঠিন প্রতিপক্ষ ছিল। চেন্নাইয়ের মাঠে শততম টেস্ট খেলতে মুখিয়ে রয়েছি।'

88

তবে ব্যক্তিগত মাইল স্টোনের থেকে দলের জয়কেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন জো রুট। তার দল যে ভারতের মাটিতে ব্যাটিং-বোলিং সব বিভাগেই কোহলির দলকে টেক্কা দিতে প্রস্তুত তাও মনে করিয়ে দিয়েছে ব্রিটিশ অধিনায়ক।

Share this Photo Gallery
click me!

Latest Videos