যা নেই কোনও ব্যাটসম্যানের, ক্রিকেট ইতিহাসে সেই রেকর্ডই গড়লেন জো রুট

চেন্নাই টেস্টের প্রথম দিনই নিজের সেঞ্চুরি পূরণ করেছিলেন জো রুট। শততম টেস্টে সেঞ্চুরি করে গড়েছিলেন নজরি। তবে তাতেও হয়তো মন ভরেনি ইংল্যান্ড অধিনায়কের। ইচ্ছা ছিল সকলের থেকে আলাদা কিছু করার। দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে তাই করে দেখালেন রুট। এমন রেকর্ড গড়লেন যা ক্রিকেট ইতিগাসে আজ পর্যন্ত নেই কোনও ক্রিকেটারের। 

Sudip Paul | Published : Feb 6, 2021 11:32 AM IST
17
যা নেই কোনও ব্যাটসম্যানের, ক্রিকেট ইতিহাসে সেই রেকর্ডই গড়লেন জো রুট

ভারতের বিরুদ্ধে শততম টেস্টে সেঞ্চুরি করে শুক্রবারই কিংবদন্তীদের তালিকায় নাম লিখিয়েছিলেন জো রুট। বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। 

27

একই আসনে বিরাজমান হয়েছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম উল-হক, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাসিম আমলা এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ইংল্যান্ডের কলিন কাউড্রে, অ্যালেক্স স্টুয়ার্টদের সঙ্গে।

37

প্রথম দিনের শেষে ১২৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। দ্বিতীয় দিনেও নিজের ইনিংস একইভাবে শুরু করেন জো রুট। ভারতীয় বোলারদের উপর নিজের আধিপত্য বিস্তার করেন তিনি। একের পর এক অনবদ্য শট খেলে প্রথমে নিজের ১৫০ রান পূরণ করেন।
 

47

তারপর  নিজের ডবল সেঞ্চুরি পূরণ করে এমন নজির গড়লেন যা ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত কারও নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম ম্যাচে দ্বিশতরান করলেন জো রুট। 
 

57

দ্বিশতরান করার পর ২১৮ রানে আউট হন জো রুট।  শততম টেস্টে এতদিন সর্বাধিক রানের তালিকায় শীর্ষ ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।  ২০০৫ সালে ভারতের বিরুদ্ধেই বেঙ্গালুরুতে ১৮৪ রান করেছিলেন তিনি। 
 

67

এবার তাকে শুধু টপকানোই নয়, দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন তৃ জো রুট। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডও এদিন নিজের দখলে নিলেন রুট। ফলে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্ট শুধু রুটময়।
 

77

২০২১ সালে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছেন রুট। প্রতিটি ম্যাচেই শতরান করেছেন তিনি, শুধু তাই নয় দুটো দ্বিশতরানও হয়ে গেল তাঁর। এখনও অবধি কেরিয়ারে ৫টি দ্বিশতরান করেছেন রুট।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos