কালো বিকিনিতে ভেজা শরীর, হাতে পানীয়র গ্লাস, সুইমিং পুলে আগুন ধরালেন হার্দিক পত্নী নতাসা

পরনে কালো বিকিন, হাতে পানীয়র গ্লাস। কখনও সুইমিং পুল থেকে উঠে আসছেন ভেজা শরীরে, কখনও আবার চুমুক দিচ্ছেন পানীয় গ্লাসে। সঙ্গে রয়েছেন স্বামী হার্দিক পান্ডিয়া ও দেওর ক্রুণাল পান্ডিয়া। নেট দুনিয়ায় আগুন ধরালেন হার্দিক পত্নী নতাসা স্তানোকোভিচ। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের মাঝে হ্যাপি পান্ডিয়া ফ্যামিলির বিন্দাস মুডের ছবি এখন ভাইরাল সর্বত্র।
 

Sudip Paul | Published : Mar 25, 2021 4:36 PM IST / Updated: Mar 25 2021, 10:10 PM IST
110
কালো বিকিনিতে ভেজা শরীর, হাতে পানীয়র গ্লাস, সুইমিং পুলে আগুন ধরালেন হার্দিক পত্নী নতাসা

ভারতীয় ক্রিকেট দলে যখনই কোনও স্টাইলিশ, বিন্দাস প্লেয়ারের বিষয়ে আলোচনা করা হয় তখনই নাম ওঠে হার্দিক পান্ডিয়ার। বর্তমানে হার্দিকের সঙ্গে তার স্ত্রী নতাসার নামও একসঙ্গে উঠে আসে। নতাসা নিজের স্টাইল ও হট লুকসে বারবার সকলের মন জয় করেছে।
 

210

সম্প্রতি নতাসা নিজের যে ছবি শেয়ার করেছে তা দেখে সকলেই পাগল হয়ে গিয়েছে। সুইমিং পুলে কালো বিকিনি পড়ে, চোখে কালো চশমা ও হাতে পানীয়র গ্লাস হাতে নতাসার ছবি সকলের মনে ঝড় তুলেছে।
 

310
কালো বিকিনিতে নতাসাকে খুবই হট, সেক্সি ও গ্লামারাস লাগছে। যেই ছবি মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।
410
পুল থেকে বিকিন পড়ে উঠে আসা নতাসার ভিডিও দেখে নেটিজেনরা সকলেই 'দিওয়ানা' হয়ে গিয়েছে।
510

পুলে একা ছিলেন না নতাসা স্তানোকোভিক। ভারতীয় দলের জয় সেলিব্রেট করতে ছিলেন হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়াও।
 

610

হার্দিকের মতই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নতাসা স্তানোকোভিক। তার বেশিরভাগ ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
 

710

নতাসার পুলের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকে মজাদার কমেন্টও করেছে ছবিতে।
 

810

২৪ মার্চ ক্রুণাল পান্ডিয়ার জন্মদিন ছিল। তার আগের দিন ম্যাচে রাজকীয় অভিষেক হয়েছে ক্রুণালের। ভারতের জয় ও ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশন একসঙ্গে করেন পান্ডিয়া ফ্যামিলি।
 

910

তবে এই সব কিছুর মাঝখানে হার্দিক পত্নী নতাসা স্তানোকোভিচের কালো বিকিনি পড়া সুইমিং পুলের ছবি নেটিজেনদের রাতের ঘুম কেড়েছে বলাই চলে।

1010

তবে এই প্রথম নয় এর আগেও পরিবারের সঙ্গে পুলে বিন্দাস সময় কাটাতে দেখা গিয়েছে নতাসা, হার্দিক ও অগস্ত্যকে। এককথায় হ্যাপি পান্ডিয়া ফ্যামিলি।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos