ম্যাচের পর অক্ষর জানান, দলের সতীর্থরা আমাকে ওয়াসিম আক্রমের নাম ধরে ডাকছিল। আমার আর্ম বলের জন্য। অক্ষর বলেন, 'ওরা আমাকে ওয়াসিম ভাই (আক্রম) বলে ডাকছিল। কারণ ওদের মনে হয়েছে আমার আর্ম বল খুব ভয়ঙ্কর। আজ্জু ভাই (রাহানে) প্রথম আমাকে ওই নামে ডাকে। তার পরেই পন্থ একটানা ওই নাম ধরে ডেকে যেতে থাকে।'