বিশ্বের প্রথম ব্যাটসম্যান হবেন তিনি, টি২০ সিরিজে বিরাটের সামনে অনন্য নজিরের হাতছানি

টেস্ট সিরিজেও বিরাট কোহলির সামনে ছিল একাধিক রেকর্ডের হাতছানি। দেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে ধোনিকে ছাপিয়ে গেলেও, ব্যাট হাতে রানের খরার কারণে একাধিক রেকর্ড অধরা রয়ে গিয়েছে। এবার লড়াই টি২০ সিরিজে। এবারও বিরাটের সামনে রয়েছে একাধিক রেকর্ডের হাতছানি। 
 

Sudip Paul | Published : Mar 11, 2021 9:19 AM IST
17
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হবেন তিনি, টি২০ সিরিজে বিরাটের সামনে অনন্য নজিরের হাতছানি

টেস্ট সিরিজে রানের খরা কাটেনি বিরাট কোহলির ব্যাটে। একটিও সেঞ্চুরি না আসায় অধরা থেকে গিয়েছে অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙা।

27

যদিও অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সব থেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন বিরাট। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌছেছে ভারতীয় দল।

37

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছোয়ার হাতছানি রয়েছে ববিরাট কোহলির সামনে। মাত্র ৭২ রান দূরে রয়েছে কোহলি।

47

আন্তর্জাতিক টি২০-তে বিরাট কোহলির বর্তমান রান সংখ্যা ২৯২৮। ৮৫টি টি২০ ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক। তাতে রয়েছে ২৫টি অর্ধ শতরান, গড় ৫০.৪৮। 

57

প্রথম স্থানে কোহলির পর, দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিল, তার রান ২৮৩৯। তৃতীয় স্থানে রয়েছে আরও এক ভারতীয় রোহিত শর্মা। তার সংগ্রহ  ১০৮টি টি২০ ম্যাচে ৪টি শতরান-সহ তাঁর রান ২৭৭৩।

67
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ফলে ৩ হাজার টি২০ রানের মাইল ফল ছোয়ার জন্য একাধিক সুযোগ পাবেন ভারত অধিনায়ক।
77
এছাড়া বর্তমানে টি২০ ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ইংল্য়ান্ড। ২৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে ৫ ম্য়াচের সিরিজে বড় ব্যবধানে জিততে পারলে দলকে প্রথম স্থানে নিয়ে যাওয়ার হাতছানি থাকছে ক্যাপ্টেন কোহলির কাছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos