পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন বিরাট, সমালোচকদের সপাটে মাঠের বাইরে ফেললেন কোহলি

চেন্নাইয়ের চিপক থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী  স্টেডিয়াম। ভারতে স্পিনিং উইকেট নিয়ে বিতর্ক অব্যাহত। বৃহস্পতিবার থেকে মোতেরাতেই শুরু হচ্ছে চতুর্থ টেস্ট ম্য়াচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে পিচ বিতর্ক নিয়ে মুখ খুলললেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিজের আগ্রাসী ভঙ্গিতেই সমালোচকদের একহাত নিলেন বিরাট। 
 

Sudip Paul | Published : Mar 3, 2021 1:29 PM IST
18
পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন বিরাট, সমালোচকদের সপাটে মাঠের বাইরে ফেললেন কোহলি

আহমেদাবাদের পিচ নিয়ে সমালোচনা করছেন মাইকেল ভন, মাইক আথারটন থেকে একাধিক প্রাক্তন ইংরেজ প্লেয়ার। সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামান উল হকও। এবার চতুর্থ টেস্ট শুরুর আগে সাংবাদিক বৈঠকে এসে সমালোচকদের সপাটে মাঠের বাইরে ফেললেন বিরাট কোহলি।

28

স্পিনিং পিচ নিয়ে সমালোচনা করা যে অহেতুক তা  বোঝাতে বিরাট বললেন,'আমার মনে হয়, স্পিনিং ট্র্যাক নিয়ে একটু বেশিই হইচই হয়। পিচ নিয়ে কান্নাকাটি করে না বলেই ভারতীয় দল এত সফল।'
 

38

এরপরেই বিরাট বলেন,'দেশে ও বিদেশে আমাদের দলের সাফল্যের সবচেয়ে বড় কারণ হল পিচ নিয়ে বাড়তি আলোচনা করি না। কিংবা কেমন পিচ হওয়া উচিত সেটা নিয়ে কাউকে বাধা দিতে যাই না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিজেদের খেলার উন্নতি করার চেষ্টা করে যাই।'

48

এরপরই আক্রমণের সুর আরও চড়িয়ে বিরাট বলেন,'আমরা যখন নিউজিল্যান্ডে ৩ দিনের মধ্যে টেস্ট হারলাম তখন কেউ পিচ নিয়ে সমালোচনা করেনি। সবাই প্রশ্ন তুলেছে আমরা কতটা খারাপ খেলেছি। কেউ একবারও বলেনি, বল কতটা নড়ছিল, খেলাটা কতটা কঠিন ছিল।'
 

58

তারপর বিরাট বলেন,'পিচে বল ঘুরলেই সবাই একজোট হয়ে কটাক্ষ করতে শুরু করেন। কিন্তু বিদেশে পিচ ঠিক মত তৈরি না হওয়ার জন্য বল আচমকা লাফিয়ে ওঠে। কোনও বল আবার নিচু হয়ে যায়। ফলে অনেক দল ৪০-৫০ রানের মধ্যে গুটিয়ে গিয়েছে। তখন বিদেশের পিচ নিয়ে কাউকে লিখতে দেখি না।'

68

বিরাট আরও বলেন, 'আশা করি পরবর্তী সময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে সফরে গেলে আপনারা পিচ নিয়ে প্রশ্ন করবেন। তাই ঘরের মাঠে ঘূর্ণি পিচে দুটো টেস্ট জিততেই এমন প্রশ্ন উঠলেও সেটা কাম্য নয়।'
 

78

বিরাটের বক্তব্য থেকেই পরিস্কার যে আহমেদাবাদে চতুর্থ টেস্টেও স্পিন সহায়ক উইকেট হবে। আর তিন স্পিনারের সঙ্গেই দল নামাবে ভারতীয় দল। এই সব সমালোচনা যে ভরতীয় দল পাত্তা দিতে নারাজ তা সাফ বুঝিয়ে দিয়েছেন বিরাট।
 

88

এই কদিন ধরে পিচ নিয়ে যে বিতর্ক চলছিল, তা ক্রমেই বেড়ে যাচ্ছিল। এবার সেই বিতর্ক থামাতে কোহলি যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিল, তাতে ভারত অধিনায়কের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই। আগ্রাসী বিরাটের ভূমিকায় খুশি কোহলি ভক্তরা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos