প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রেগিস চাকাবাভা। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। রান তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে বিনা উইকেটে রান তাড়া করে ফেলে টিম ইন্ডিয়া। ৮২ রানে অপরাজিত থাকেন শুবমান গিল ও ৮১ রানে অপরাজিত থাকেন শিখর ধওয়ান।