জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে, জেনে নিন বিস্তারিত

জিম্বাবোয়ে ক্রিকেটাররা যতই হুঙ্কার দিক আশা যেমনটা করা হয়েছিল ঠিক তেমনভাবেই একদিনের সিরিজ শুরু করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম একদিনের ম্যাচে রেগিস চাকাবাভার (Regis Chakabva) দলকে একতরফাভাবে ১০ উইকেটে উড়িয়ে দেয় টিম  ইন্ডিয়া (Team India)। একইসঙ্গে গড়ে একাধিক রেকর্ডও। সেই সকল রেকর্ড এক ঝলকে দেখে নিন।

Sudip Paul | Published : Aug 19, 2022 8:10 AM IST
16
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে, জেনে নিন বিস্তারিত

জিম্বাবোয়েকে প্রথম একদিনের ম্যাচে ১০ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ দুরন্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে প্রথম একদিনের ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া। 

26

এই প্রথম ভারত এক বছরে দু’বার ওডিআই ক্রিকেটে ১০ উইকেটে ম্যাচ জিতেছে। এর আগে গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। এই ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড দল। বিনা উইকেট হারিয়ে রান তাড়া করেছিল ভারত।

36

৬ বছর আগে এই হারারেতেই জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। ২০১৬ সালের পরে আবার ২০২২ সালে হারারেতেই জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে যা অনন্য একটি রেকর্ড। কারণ একই মাঠে, একই প্রতিপক্ষকে একাধিকবার ১০ উইকেটে পরাজিত করার রেকর্ড নেই।
 

46

২০১৩সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটিও ম্যাচ হারেনি ভারত। এখন পর্যন্ত খেলা ১৩টি ম্যাচে পরাজয়ের মুখে পড়েছে জিম্বাবোয়ে দল। যা একটি অনন্য রেকর্ড।

56

২০১৯ বিশ্বকাপের পরে শিখর ধাওয়ান ওডিআই ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ধাওয়ান এই সময়ের মধ্যে ৫২.০৯-এর দুর্দান্ত গড়ে ১০৯৪ রান করেছেন। একই সময়ে বিরাট কোহলি ২০১৯ বিশ্বকাপের পর ৪৪.০৮ গড়ে ১০৫৮ রান করেছন। এই তালিকায় অনেকটাই পিছিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা রোহিত এই টুর্নামেন্টের পরে মাত্র ৭১৮ রান করেছেন।

66

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রেগিস চাকাবাভা। ভারতের হয়ে ৩টি করে উইকেট  নেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। রান তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে বিনা উইকেটে রান তাড়া করে ফেলে টিম ইন্ডিয়া। ৮২ রানে অপরাজিত থাকেন শুবমান গিল ও ৮১ রানে অপরাজিত থাকেন শিখর ধওয়ান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos