পন্থের পর অশ্বিন, পরপর দুবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার দুই ভারতীয়

স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে গড়ছেন একের পর এক রেকর্ড। তবে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন 'প্রফেসর অ্যাশ'। যার ফল স্বরূপ ফেব্রুয়ারি মাসে আইসিসির সেরা প্লেয়ার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন।
 

Sudip Paul | Published : Mar 9, 2021 6:13 PM / Updated: Mar 09 2021, 06:15 PM IST
18
পন্থের পর অশ্বিন, পরপর দুবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার দুই ভারতীয়

নতুন বছরে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে প্রতি মাসের সেরা প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করেছিল আইসিসি। প্রথম মাসে সেই শিরোপা গিয়েছিল ঋষভ পন্থের ঝুলিতে।
 

28

এবার ফেব্রুয়ারি মাসেই সেই শিরোপা পেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। ইংল্যান্ড সিরিজে অনবদ্য পারফরমেন্সের সোজন্যে সেই সম্মান পেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
 

38

অশ্বিনের সঙ্গে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার দৌড়ে ছিলেন জো রুটও। যদিও প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ছাড়া ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি।
 

48

ফেব্রুয়ারি মাসে বল হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে অববদ্য পারফরমেন্স করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি ম্য়াচে অশ্বিনের শিকার ২৪টি উইকেট।
 

58

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন অশ্বিন। অশ্বিন ফেব্রুয়ারিতে ৩টি টেস্টে মোট ১৭৬ রান করেন। প্রয়োজনের সময় সেঞ্চুরি করে ভারতকে দ্বিতীয় টেস্টে জয় এনে দেন অশ্বিন।
 

68

ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্সের সৌজন্য ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন 'প্রফেসর অ্যাশ'।  কার্যত সর্বসম্মতিক্রমেই অশ্বিনের হাতে ওঠে আইসিসির স্বীকৃতি।
 

78

মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হলেন ইংল্যান্ডের টামি বেমন্ট। ইংরেজ ওপেনার ফেব্রুয়ারি মাসে ৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। সেই ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩১ রান। অর্ধ শতরান করেছেন ৩টি ইনিংসেই।
 

88

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বিশ্বের দ্বিতীয় দ্রুত বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন অশ্বিন। গড়েছেন আরও একাধিক রেকর্ড। তারউপর আইসিসির মাসের সেরা সম্মান পেয়ে খুশি ভারতীয় স্পিনার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos