ফের উর্বশী রাউটেলাকে জবাব দিলেন ঋষভ পন্থ, কী বললেন ভারতীয় তারকা ক্রিকেটার

এক সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে বিগত কয়েক দিনে একে অপরকে নাম না করে আক্রমণ করেই চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও উর্বশী রাউটেলা (Urvashi Rautela)। তবে এবার এই বাগযুদ্ধ থামানোর জন্য নাম না করে ফের বার্তা দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার (Indian cricketer)। বলি অভিনেত্রীও এখানেই চুপ করে যাবেন না এই ঠান্ডা লড়াই চলতে থাকবে সেটাই দেখার। 

Sudip Paul | Published : Aug 14, 2022 10:59 AM IST / Updated: Aug 14 2022, 04:32 PM IST
18
ফের উর্বশী রাউটেলাকে জবাব দিলেন ঋষভ পন্থ, কী বললেন ভারতীয় তারকা ক্রিকেটার

ক্রিকেট থেকে থেকে বিনোদন দুনিয়ায় বিগত কয়েক দিন ধরে আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেসলার বাগযুদ্ধের খবর। নেট দুনিয়াতেও চলছে তুমুল আলোচনা। 

28

এক সময় পন্থ ও উর্বশীর মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে তারা কার্যত অকে অপরের শত্রু হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নাম না করে একে অপরকে আক্রমণ করছেন ঋষভ পন্থ ও উর্বশী রাউটেলা।
 

38

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে নাম না করে অভিনেত্রী দাবি করেছিলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আর পি নামের একটি ছেলে হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। এমনকী দেখা না পেয়ে লাগাতার ফোনও করত। 

48

এছাড়াও উর্বশী রাউটেলা বলেছিলেন, একজন মানুষ তার সাথে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে, ফোন করেছে, বিষয়টি খারাপ লাগগে আমারর। পরে আমরা মুম্বইতে দেখা করিষ সেখানে সাংবাদিকরা ছবিও তোলে। যদিও আরপির পুরো নাম জানানি বলি অভিনেত্রী।

58

এই বিষয়টি ভালোভাবে নেননি ঋষভ পন্থ। তিনি লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতির জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুন। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলার একটা সীমা থাকে।’ যদিও সেই পোস্ট পরে তিনি মুছে দেন। 
 

68

এমন প্রতিক্রিয়া দেখে পাল্টা নাম না করে জবাব দিতে দেরি করেননি উর্বশীও। পন্থের বোন বলে পোস্ট করারও জবাব দেন তিনি। বলিউড অভিনেত্রী লেখেন, ‘ছোটু ভাইয়া তুমি বরং ব্যাট বল খেলো।’

78

এরপর বিষয়টিতে ইতি টানার জন্য ফের এক ইনস্টা পোস্ট করেন পন্থ। তিনি লেখেন,'যেটা তোমার হাতে নেই, সেটা অহেতুক বাড়িয়ে লাভ নেই।' ফলে ভারতীয় তারকা ক্রিকেটা আর বিতর্ক চান না তা এই পোসেটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন।

88

শোনা যায়, ২০১৮ সালে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ এবং উর্বশী। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই তাঁদের সেই সম্পর্ক শেষ হয়েছিল।   বর্তমানে ইশা নেগির নামে এক ইন্টেরিয়ার ডিজাইনারের সঙ্গে সম্পর্কে রয়েছেন পন্থ।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos