এক সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে বিগত কয়েক দিনে একে অপরকে নাম না করে আক্রমণ করেই চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও উর্বশী রাউটেলা (Urvashi Rautela)। তবে এবার এই বাগযুদ্ধ থামানোর জন্য নাম না করে ফের বার্তা দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার (Indian cricketer)। বলি অভিনেত্রীও এখানেই চুপ করে যাবেন না এই ঠান্ডা লড়াই চলতে থাকবে সেটাই দেখার।