কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা, আহতদের দ্রুত সুস্থতা কামনা সচিন-বিরাট-রোহিতদের

Published : Aug 08, 2020, 01:06 PM IST

বিশ্ব মহামারী, বিধ্বংসী সাইক্লোন, বন্যা, ভয়াবহ বিস্ফোরণ। ২০২০ সালে চলছে একের পর এক বিপর্যয়। বাদ ছিল শুধু বিমান দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় কেরালার কোঝিকোড়ে ঘটে গেল সেটিও। কোঝিকোড়ের করিপুর বিমান বন্দরে বৃষ্টি কারণে চাকা পিছলে খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান।  দু-টুকরো হয়ে যায় প্লেনটি। ঘটনার বিভদসতা দেখে আঁতকে ওঠে গোটা দেশ। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। কোঝিকোড়ের বিমান দুর্ঘটনা দেখে ব্যথিত ভারতীয় ক্রিকেটাররাও। সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরাট কোহলি, সচিনতেন্ডুলকর, রোহিত শর্মারা।  

PREV
110
কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা, আহতদের দ্রুত সুস্থতা কামনা সচিন-বিরাট-রোহিতদের

সচিন তেন্ডুলকর
'কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় সকলের সুরক্ষা কামনা করছি। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারালেন তাদের প্রতি সমবেদনা।' একইসঙ্গে ঘটনায় সকলকে রক্ত দেওয়ার জন্যও আবেদন করেছেন সচিন তেন্ডুলকর।'
 

210

বিরাট কোহলি
'যারা কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা।'
 

310

রোহিত শর্মা
'দুঃখের খবর। কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যাত্রী এবং কর্মীদের জন্য প্রার্থনা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা।'
 

410

কেএল রাহুল
'আমার চিন্তাভাবনা ও প্রার্থনা কেরালায় বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে রয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। তাদের আত্মার শান্তি কামনা করি।'    
 

510

হার্দিক পান্ডিয়া
'এয়ার ইন্ডিয়া প্লেন দুর্ঘটনার খবর শুনে ব্যাথিত হয়েছি। দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে সকলের জন্য প্রার্থনা করছি।'
 

610

রবীন্দ্র জাদেজা
'একেবারে মর্মান্তিক ঘটনা কেরালায়। আমি আহত যাত্রীদের দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সাথে আমার চিন্তাভাবনা রয়েছে।'
 

710

কুলদীপ যাদব
'কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার করুণ সংবাদে হতবাক। শোকাহত পরিবারের প্রতি গভীর গভীর সমবেদনা ও আহতদের দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।'

810

রবিচন্দ্রন অশ্বিন
'কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা। দঃখের খবর, মন ভেঙে গিয়েছে। এমন কি কিছু বাকি আছে যা এই বছর দেখবে না?'
 

910

রবি শাস্ত্রী
'কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে আমার প্রার্থনা রয়েছে। কেরালার ছবিগুলি  ক্ষতিগ্রস্থদের পরিবারের। ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

1010

ভিভিএস লক্ষ্মণ
'কোজিকোডে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটের ক্র্যাশল্যান্ডিংয়ের পরে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত পুনরুদ্ধারের জন্য।'
 

click me!

Recommended Stories