মালতী চাহারের একটি একটি ছবি শেয়ার করার মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড় তোলে।ফ্যানেদের লাইকস, কমেন্টসের বন্যায় ভেসে যান দীপক চাহারের বোন। ২০১৪ সালে মালতী চাহার এফবিবি ফেমিনা মিস ইন্ডিয়া দিল্লিতে সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন। মালতীর নাচ, ছবি আঁকা ও অ্যাডভেঞ্চার স্পোর্টস খুবই পছন্দ করেন।