স্টেডিয়ামে প্রেমিকাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব ও বাগদান সেরে শিরোনামে রয়েছেন এমএস ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার দীপক চাহার (Deepak Chahar)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। এবার ভাইকে শুভেচ্ছা জানালেন তার মডেল বোন মালতি চাহার (Malti Chahar)। যার রূপ সৌন্দর্য্যও সকলকে ঘায়েল করে। আইপিলের মিস্ট্রি গার্লের তকমাও রয়েছে তার ঝুলিত। চিনে নিন দীপক চাহারের বোনকে।