IPL 2021 Final,CSK vs KKR,ফাইনালে কোন চমক দিচ্ছেন ধোনি, দেখে নিন চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

২০২০ সালে এই আরব আমিরশাহিতেই আইপিএল ইতিহাসের সবথেকে খারাপ পারফরমেন্স করেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রথম দল হিসেবে বিদায় নিয়েছিল প্লে অফের দৌড় থেকে। কয়েক মাসের ব্যবধানেই যাবতীয় ত্রুটির মেরামতি করে ফের স্বমহিমায় কামব্যাক করেছে এমএস ধোনির (MS Dhoni)দল। ২০২১ -এর প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে আইপিএল ২০২১-এর ফাইনালে (IPL 2021 Final)। আজ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)বিরুদ্ধে চতুর্থবার ট্রফি জয় করাই লক্ষ্য সিএসকের (CSk)। তবে কেকেআরের (KKR)বিরুদ্ধে মেগা ফাইনালে কেমন হতে চলেছে চেন্নাইয়ের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।
 

Sudip Paul | Published : Oct 15, 2021 1:33 PM
111
IPL 2021 Final,CSK vs KKR,ফাইনালে কোন চমক দিচ্ছেন ধোনি, দেখে নিন চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

ঋতুরাজ গায়কোয়াড়-
প্রথম কয়েকটি ম্য়াচে রান না পেলেও পরের দিকে রানে ফেরেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়া। ফর্মে ফিরতেই লাগাতার রান করে হয়ে উঠেছেন প্রতিযোগিতার অন্যতম সেরা ব্যাটসম্যান। এবার আইপিএলে ১৫ ম্য়াচে ৬০৩ রান করেছেন তিনি।

211

ফাফ ডুপ্লেসি-
সিএসকের ওপেনিংয়ে অন্য়ান্যবারের মতই এবারও সেরা ভরসা হয়ে উটেছেন প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি। ১৫ ম্যাচে ৫৪৭ রান এসেছে তার ব্যাট থেকে। ফাইনালে আরও একটি অনবদ্য ইনিংস দেখার অপেক্ষায় সিএসকে ভক্তরা।

311

মঈন আলি-
চেন্নাই সুপার কিংস দলে মিডল অর্ডারে ভরসা দিয়েছেন ইংল্যান্ডের তারকা মঈন আলি। ব্যটিংয়েক পাশাপাশি সিএসকের স্পিন বোলিং বিভাগকেও শক্তিশালী করেছেন তিনি। ১৪ ম্য়াচে ৩২০ রান করার পাশাপাশি নিয়েছেন ৬টি উইকেট।
 

411

অম্বাতি রায়ডু-
কেরিয়ারের সেরা ফর্মে না থাকলেও সিএসকের মিডল অর্ডারে অন্যতম সেরা ভরসার নাম অম্বাতি রায়ডু। নিজের দিনে একাই ম্যাচ ঘোরাতে সক্ষম তিনি। ১৫ ম্যাচে এখনও পর্যন্ত রায়ডুর ব্যাট থেকে এসেছে ২৫৭ রান।
 

511

রবিন উথাপ্পা-
শেষের দিকে সুরেশ রায়নার বদলে সিএসকের প্রথম একাদশে সুযোগ পান রবিন উথাপ্পা। প্লে অফে উথাপ্পার অর্ধশতরানের ইনিংস সিএসকের ফাইনালে ওঠার অন্যতম কারণ। ২ ম্যাচে ডান হাতি অভিজ্ঞ ব্যাটসম্যান করেছেন ৮৪ রান।
 

611

এমএস ধোনি-
ব্যাট হাতে নিজের কেরিয়ারের একেবারে সেরা ফর্মে নেই সিএসকে অধিনায়ক এমএস ধোনি। তবে তার অধিনায়কত্বের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্লে অফে দিল্লির বিরুদ্ধে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মাহি। ফাইনালে আরও একবার ধোনি ম্য়াজিক দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

711

রবীন্দ্র জাদেজা-
ব্যাটে-বলে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের নয়, আইপএলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলের সেরা ফিনিশারও হয়ে উঠেছেন তিনি। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ২২৭ রান করেছেন জাদেজা, নিয়েছেন ১১ উইকেট।

811

ডোয়েইন ব্রাভো-
বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র তা এবার আইপিএলে ফের প্রমাণ করেছেন ডোয়েইন ব্রাভো। ব্যাট হাতে খুব একটা সুযোগ না পেলেও, বল হাতে ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে ডিজে ব্রাভোর কাছ থেকে ম্যাজিকাল পারফরমেন্স দেখার অপেক্ষায় সিএসকে সমর্থকরা।
 

911

জোস হ্যাজেলউড-
সিএসকের পেস বোলিং অ্যাটাকে দলকে ভরসা দিয়েছেন অজি তারকা জস হ্যাজেলউড। তার গতি ও সুইংয়ের মিশ্রণে বারবার ফাঁসিয়েছেন বিপক্ষের ব্য়াটসম্য়ানদের। ইতিমধ্যেই ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড।
 

1011

শার্দুল ঠাকুর-
বল হাতে জাতীয় দলের হয়েই ভালো ফর্মে ছিলেন শার্দুল ঠাকুর। সিএসকের হয়ে আইপিএলেও সেই ফর্ম ধরে রেখেছেন ডান হাতি মিডিয়াম পেসার। ইতিমধ্যেই ১৫টি ম্যাচে ১৮টি উইকেট নিয়ে নিয়েছেন তিনি। ফাইনালে ভালো পারফর্ম করাই লক্ষ্য শার্দুলের।

1111

দীপক চাহার-
চেন্নাই সুপার কিংসের বোলিং পেস ও সুইং বোলিংয়ের অন্যতম সেরা ভরসার নাম দীপক চাহার। প্রেমিকাকে ম্য়াচের পর স্টেডিয়ামে বিয়ের প্রস্তাব দিয়ে শিরোনামে রয়েছেন তিনি। ১৪ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য তার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos