ভাজ্জিকে নেওয়ায় নিসন্দেহে নাইটদের বোলিং শক্তি আরও বাড়বে৷ কেকেআর থিঙ্কট্যাঙ্ক তাঁকে কেনার পর সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি জানান,'এবার কেকেআরের হয়ে আরও একটি ট্রফি জিততে চাই। আমাকে নেওয়ার জন্য কেকেআরকে ধন্যবাদ। আমি সবসময় আমার একশো শতাংশ দেব। শীঘ্রই সকলের সঙ্গে দেখা হবে।'