ভারতের মাটিতে প্রথম পর্বের পর মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বেও ভাগ্যের চাকা ঘোড়েনি কেএল রাহুলে দল পঞ্জাব কিংসের। প্লে অফে যাওয়ার কোনও আশা নেই । তবে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেছেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল। ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও খুবই বিন্দাস পঞ্জাব অধিনায়ক। তার মহিলা ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। বর্তমানে অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন রাহুল। তবে বিভিন্ন সময় একাধিক বলি অভিনেত্রীর সঙ্গে রাহুলের সম্পর্কের কথা শোনা গিয়েছে। চলুন জানা যাক 'লেডি কিলার' কেএল রাহুলের কাহিনি।