মাঠের বাইরেও সিএসকের এই তরুণ ওপেনার খারাপ খেলেন না, মারাঠি অভিনেত্রী সায়লি সঞ্জীবের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন তিনি, এমনটাই শোনা যায়। সম্প্রতি, ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসলে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ও ক্রিকেটার - একে অপরের ছবিতে নিয়মিত লাইক করেন, কমেন্টসে লাভ ইমোজি দেন।