২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি দুজনে এনগেজমেন্ট বা বাগ্দান সেড়ে ফেলেছেন। বাগদান অনুষ্ঠানে দুজনেই পুরোপুরি দেশি পোশাক পরেছিলেন। ম্যাক্সওয়েলের পরণে ছিল সবুজ কুর্তা, আর ভিনি রমন পরেছিলেন একটি লেহেঙ্গা। ভিনি জানিয়েছেন, বিয়ের আগেই ম্যাক্সওয়েলে পরিবারের থেকে যে অভ্যর্থনা তিনি পেয়েছেন, তাতে করে এখন ম্যাক্সওয়েল পরিবারকেই তিনি তাঁর দ্বিতীয় পরিবার বলে মনে করেন।