ধোনির জায়গা কে নেবে চেন্নাই সুপার কিংসে, আইপিএলের আগেই পাওয়া গেল খোঁজ

Published : Mar 29, 2021, 05:46 PM IST

শুধু চেন্নাই সুপার কিংস নয়, আইপিএল তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। সেবিষয়ে কোনও সন্দেহ নেই কারও। কিন্তু ধোনি এবারের পর আর আইপিএল খেলবেন কিনা সেবিষয়ে নিজে এখনও খোলসা করে কিছু বলেননি. তবে তার আগে সিএসকেতে ম্যাচ ফিনিশার হিসেবে ধোনির উত্তরসূরীর খোঁজ দিলেন জস বাটলার।  

PREV
110
ধোনির জায়গা কে নেবে চেন্নাই সুপার কিংসে, আইপিএলের আগেই পাওয়া গেল খোঁজ

দলকে দ্বিতীয় সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ন করা শুধু নয়, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল মহেন্দ্রসিং ধোনির চেন্নাই সুপার কিংস। 
 

210

অধিনায়কত্বের পাশাপাশি ব্য়াট গাতে চেন্নাইকে এত ম্যাত জিতিয়েছেন ধোনি যে তা গুনে শেষ করা সম্ভব নয়। আইপিএলে ধোনির রান ৪৬৩২, গড় ৪১।
 

310

তবে গতবারের আইপিএল ভালো যায়নি এমএস ধোনির। চেন্নাই সুপার কিংসও প্রথমবার শেষ চারে পৌছতে পারেনি। তবে এবার আইপিএল খেলবেন ধোনি তা জানিয়ে দিয়েছিলেন।
 

410

এবারের আইপিএলে ভালো কিছু করার লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি ও চেন্নাই সুপার কিংস দল। সাফল্য এনে দিতে মরিয়া এমএসডি।
 

510

এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের ম্যাচ ফিনিসার হিসেবে ধোনির উত্তরসূরী কে হতে পারেন, তার খোঁজ দিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।
 

610

তিনি হলেন ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার স্যাম কুরান। রবিবারই ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলে বিরাটদের জয় প্রায় কেড়ে নিয়েছিলন স্যাম কুরান।

710

তারপরই জস বাটলার বলেছেন, মনে হয় আজকের ইনিংসটা নিয়ে ধোনির সঙ্গে কথা বলবে স্যাম। আমি ওর মধ্যে ধোনির ছায়া দেখতে পেয়েছি। আমি নিশ্চিত যে ধোনি নিজেও এ ভাবেই রান তাড়া করতে চাইত। স্যামের উন্নতির জন্যে ধোনি আদর্শ। আশা করা যায় আইপিএলে ওদের দু’জনের মধ্যে অনেক কথা হবে।

810

শুধু কারেন নয়, মইন আলিও খেলবেন চেন্নাইয়ে। সেটা ভেবে আরও খুশি বাটলার। বলেছেন, “আমরা সবাই জানি মহেন্দ্র সিংহ ধোনি কত বড় মাপের ক্রিকেটার। এমএসের মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ওরা নিশ্চয়ই উপভোগ করবে। ওদের নিয়ে আমি নিজেই উত্তেজিত।”
 

910

গতবার আইপিএলেও সিএসকের হয়ে বেশ কিছু আক্রমণাত্ব ইনিংস খেলেছিলেন স্যাম কুরান। বল হাতেও ভরসা দিয়েছিলেন দলকে। ১৪ ম্যাচে ১৮৬ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১৩ উইকেট।

1010

আন্তর্জাতিক সিরিজ শেষে সকলই একে একে যোগ দেবেন নিজের নিজের আইপিএল দলে। স্যাম কুরানের রবিবারের পারফরমেন্সের পর তার উপর প্রত্যাশা বেড়ে গেল সিএসকে সমর্থকদের।

click me!

Recommended Stories