আইপিএলের ইতিহাসে সেরা ১০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান কারা, দেখে নিন তালিকা

আরব আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২১ আইপিএলের বাকি পর্ব। চার-ছয়ের জোয়ারে মেতে উঠবেন সকলেই। তবে আপনি কি জানেন কোন ক্রিকেটার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাকিয়েছেন। তাহলে আইপিএল শুরুর আগে জেনে নিন ছক্কা মারার পরিসংখ্যানে প্রথম ১০-এর তালিকা।

Sudip Paul | Published : Sep 15, 2021 2:25 PM IST
110
আইপিএলের ইতিহাসে সেরা ১০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান কারা, দেখে নিন তালিকা

১. ক্রিস গেইল-
সব থেকে বেশি ছক্কা হাকানো ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা হবে, আর সবার প্রথমে ক্রিস গেইলের নাম আসবে না এটা হতেই পারেনা। এই তালিকায় শীর্ষে রয়েছে ইউনিভার্সাল বসের নাম। আইপিএলে ১৪০টি ম্যাচে ৩৫৭টি ছয় মেরেছেন ক্রিস গেইল। তার মোট রান ৪৯৫০।
 

210

২. এবি ডিভিলিয়ার্স-
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া তারকা ও আরসিবির নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। এবিডি ১৫৪ ম্যাচে এখনও পর্যন্ত ২১২টি ছয় মেরেছেন। আইপিএলে তার মোট রান ৫০৫৬।
 

310

৩. রোহিত শর্মা-
তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সর্বাধিক আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান এখনও পর্যন্ত ২০৭ ম্যাচে ২২৪টি ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে রোহিতের মোট রান ৫৪৮০।
 

410

৪. এমএস ধোনি-
প্রাক্তন ভারত অধিনায়ক তথা হেলিকপ্টার শটের জনক এমএশ ধোনি সর্বোচ্চ ছয় মারার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২১১টি আইপিএল ম্যাচে ২১৭টি ছয় মেরেছেন। আইপিএল ধোনির সংগ্রহ ৪৬৬৯ রান করেছেন।
 

510

৫. কারেন পোলার্ড-
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান তারকা কারেন পোলার্ড। এখনও পর্যন্ত আইপিএলে ১৭১ ম্যাচে ২১১ টি ছয় মেরেছেন পোলার্ড। তার মোট রান ৩১৯১।

610

৬. বিরাট কোহলি-
আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন। বিরাট আইপিএলে ১৯৯ ম্যাচে ২০৫ টি ছয় মেরেছেন। তবে আইপিএলের ইতিহাসে ৬০৭৬ রান করে নজির সৃষ্টি করেছেন বিরাট কোহলি।

710

৭. সুরেশ রায়না-
৭ নম্বর স্থানে রয়েছেন সুরেশ রায়না। ২০০ ম্যাচ খেলে রায়না রোহিত শর্মার সমসংখ্যক ২০২টি ছয় মেরেছেন।  রায়নার আইপিএলে মোট রান ৫৪৯১ যা আইপিএলের ইতিহাসে রেকর্ড।
 

810

৮. ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার এই তালিকায়  অষ্টম স্থানে রয়েছেন। অজি তারকা এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৪৮ ম্যাচে ২০১ টি ছয় মেরেছেন। ওয়ার্নার আইপিএলে এখনও পর্যন্ত ৫৪৪৭ রান করেছেন।
 

910

৯. শেন ওয়াটসন
তালিকায় নবম স্থানে রয়েছেন আরও এক অজি তারকা শেন ওয়াটসন। ১৪৫ ম্যাচে ওয়াটসন এখনও পর্যন্ত ১৯০টি ছয় মেরেছেন। আইপিএলে তার মোট রান ৩৮৭৪।
 

1010

১০. রবিন উথাপ্পা-
দীর্ঘ বছর ধরে আইপিএলে খেলছেন রবিন উথাপ্পা। ১৮৯টি আইপিএল ম্য়াচে রবিন উথাপ্পার বল বাউন্ডারি পার করেছেন ১৬৩ বার। আইপিএল কেরিয়ারে তার রান ৪৬০৭। 

Share this Photo Gallery
click me!

Latest Videos