তারপর, তাদের জীবনে ঠিক কী ঘটেছে, বলা মুশকিল। অনেকে মনে করেন, অ্যাঞ্জেলিয়ার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুনিল। সেই কারণেই সরে গিয়েছেন নন্দিতা। কেউ কেউ বলেন, অ্যাঞ্জেলিয়া সন্তান সম্ভবা হয়ে পড়াতেই সরে গিয়েছেন নন্দিতা কুমার। অনেকে আবার মনে করেন, হট নন্দিতার প্রতি অন্য পুরুষদের আকর্ষণ সহ্য করতে পারেননি সুনিল।