শুধু ক্রিকেট মাঠেই নয়, ফুটবল মাঠেও মনের মানুষকে প্রেম প্রস্তাব দিয়েছেন অনেকেই। গত বছরের জুলাই মাসে, আমেরিকান ফুটবল খেলোয়াড় হাসানি ডস্টন তার ক্লাবের একটি ম্যাচের পরে মাঠে তার বান্ধবী পেট্রা ভুকোভিচকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। পেট্রা এমন সারপ্রাইজ পেয়ে অবাক হয়ে যান। তারপর তিনি হ্যাঁ বললেন। সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।।