ভেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer)-
২০২২ আইপিএলের মেগা নিলামের আগে রিটেন প্লেয়ার হিসেবে গতবারর তুলনায় সবথেকে বেশি দর পেয়েছেন কেকেআরের (KKR) ভেঙ্কটেশ আইয়র। মরু দেশে আইপিএলের দ্বিতীয় পর্বে একাধিক ম্য়াচ উইনিং ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়র। ২০ লক্ষ টাকায় সই করিয়েছিল কেকেআর, সেখানে এ বার তাঁকে রাখা হয়েছে ৮ কোটি টাকায়। অর্থাৎ ৪০ গুন দাম বেড়েছে ভেঙ্কটেশ আইয়রের।