IPL 2022 Retention: নিলামের আগেই লাখপতি থেকে কোটিপতি হলেন ৫ আইপিএল ক্রিকেটার

২০২২ আইপিএলের (IPL 2022)  আগে হবে মেগা নিলাম (Mega Auction)। নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ৪জনকে প্লেয়ারকে রিটেন (Retain)করতে পারবে। আইপিএলের (IPL) পুরোনো আটটি দল (8 Teams) কোন কোন ক্রিকেটারদের ধরে রাখছে তা মঙ্গলবার রাতে জানিয়ে দিয়েছে বিসিসিআইকে (BCCI)। বিভিন্ন দলই দেশি প্লেয়ারদের উপর বেশি ভরসা রেখেছে। তারকা ক্রিকেটারদের টপকে অনামী ক্রিকেটারদের উপরও ভরসা রেখছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। এমন ৫ জন প্লেয়ার রয়েছে যাদের আগের তুলনায় বহুগুন বেশি দর দিয়ে ধরে রেখেছে দলগুলি।

Sudip Paul | Published : Dec 1, 2021 9:33 AM IST

18
IPL 2022 Retention:  নিলামের আগেই লাখপতি থেকে কোটিপতি হলেন ৫ আইপিএল ক্রিকেটার

৩০ নভেম্বর ছিল আইপিএল ২০২২-এর জন্য (IPL 2022) আটটি দলের রিটেনশন তালিকা (Retention List) অর্থাৎ কোন দল কোন প্লেয়ারদের ধরে রাখছেন সেই তালিকা বিসিসিআইকে (BCCI) জমা দেওয়ার শেষ দিন। 

28

 নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪ জন প্লেয়ারকে ধরে রাখতে পারত আইপিএলের পুরোনো ৮টি দল। অবশেষে মঙ্গলবার রাতে রিটেনশন তালিকায় প্রকাশ করল দলগুলি। এক ঝলকে দেখে নিন কোন দল কত জন প্লেয়ার ও কাদের দলে রেখে দিল। 

38

সব প্রতিক্ষার অবসান। আইপিএল ২০২২ (IPL 2022) -এর জন্য রিটেনশন লিস্ট (Retention List)জমা দিল আটটি আইপিএল দল (8 IPL Teams)। নতুন  দুটি  দল (2 New Team) সম্পূর্ণ  টাকা নিয়ে অংশ নেবে মেগা নিলামে (Mega Auction)।
 

48

ভেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer)-
২০২২ আইপিএলের মেগা নিলামের আগে রিটেন প্লেয়ার হিসেবে গতবারর তুলনায় সবথেকে বেশি দর পেয়েছেন কেকেআরের (KKR) ভেঙ্কটেশ আইয়র। মরু দেশে আইপিএলের দ্বিতীয় পর্বে একাধিক ম্য়াচ উইনিং ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়র। ২০ লক্ষ টাকায় সই করিয়েছিল কেকেআর, সেখানে এ বার তাঁকে রাখা হয়েছে ৮ কোটি টাকায়। অর্থাৎ ৪০ গুন দাম বেড়েছে ভেঙ্কটেশ আইয়রের।

58

রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)-
২০২১ আইপিএলে এমএস ধোনির চেন্নাই সুপার (Chennai Super Kings)কিংসের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুতুরাজ গায়কোয়াড়। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারও হয়েছিলেন তিনি। রুতুরাজকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল সিএসকে এবার তাঁকে ৬ কোটি টাকা দিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। যা গতবারের তুলনায় ৩০ গুন বৃদ্ধি পেয়েছে।

68

আব্দুল সামাদ (Abdul Samad)-
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)গতবার আইপিএলে ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু অরেঞ্জ আর্মির হয়ে অলরাউন্ডার আবদুল সামাদের পারফরমেন্স নজর কেড়েছিলসকলের। গত আইপিএল-এ তিনিও ২০ লক্ষ টাকায় ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এ বার তাঁকে ২০ গুণ বেশি দিয়ে ৪ কোটি টাকায় রেখে দিয়েছে হায়দরাবাদ।

78

অর্শদীপ সিং (Arshdeep Singh)-
বিগত দুই মরসুমে পঞ্জাব কিংস (Punjab  Kings)দলে  একাদিক তারকা প্লেয়ার ছিল। তারকাদের ভিড়ে নিজেকে প্রমাণ করেছেন তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। তাকে মাত্র ২০ লক্ষ টাকায় প্রথম দলে নিয়েছিল প্রীতি জিন্টার দল। এবার পঞ্জাব কিংস তাকে ধরে রাখল ২০ গুন বেশি  ৪ কোটি টাকা দিয়ে।

88

মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)-
পঞ্জাব কিংস (Punjab Kings)দলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেএল রাহুলের পর অনবদ্য পারফর্ম করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। এবার কেএল রাহুল না থাকায় মায়াঙ্ককে রিচেন করে পঞ্জাব। ২০১৮ সালের নিলামে পঞ্জাব কিংস ১ কোটি টাকা দিয়ে নিয়েছিল ময়াঙ্ককে। এ বার ১২ কোটি টাকা দিয়ে তাঁকে রেখে দিয়েছে পঞ্জাব।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos