আইপিএ যেমন প্রতিবছর নতুন তারকা তৈরি করে, ঠিক তেমনই অনেক তারকা ক্রিকেটার ব্যর্থও হন সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে। ফলে প্রতি মরসুমে তারকাদের পাশাপাশি তৈরি ফ্লপ স্টাররা। বিশেষ করে তারকা ক্রিকেটাররা আশানরূপ পারফর্ম করতে না পারলে ভুগতে হয় দলকে। আজ আপনাদের জানাবো আইপিএল ২০২২ (IPL 2022) -এ কারা হলেন ফ্লপ তারকা (Flop Star)।