আইপিএল নিলামে চমক, 'শাহরুখ খানকে' দলে নিতে পারে কেকেআর

আজ আইপিএলের ২০২১ মরসুমের মিনি নিলাম। চেন্নাইতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নিলাম প্রক্রিয়া। হাতে অর্থ কম থাকললেও, বুঝে শুনে নিলামে অংশ নিতে চলেছে কেকেআর। তবে চমক হিসেবে এবার শাহরুখ খানকে  দলে নিতে পারে নাইটরা। আইপিএলে অভিষেক হতে পারে শাহরুখের।

Sudip Paul | Published : Feb 18, 2021 10:41 AM
18
আইপিএল নিলামে চমক, 'শাহরুখ খানকে' দলে নিতে পারে কেকেআর
আর কিছুক্ষণের মধ্যেই চেন্নাইতে শুরু হবে আইপিএল নিলাম। ১০.৭৫ কোটি টাকা নিয়ে নিয়ে নিলামে নামছে কেকেআর। কেকেআর তালিকায় যে সকল প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে নাম রয়েছে শাহরুখ খানের।
28
বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি দলে খেলতে দেখা যেতে পারে তামিলনাডুর অলরাউন্ডার শাহরুখ খানকে।
38
তেমন বড় রান না করলেও এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দীনেশ কার্তিকের অধিনায়কত্বে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
48
তবে টুর্মানেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ১৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।
58
বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন শাহরুখ। অফ স্পিন বোলিং করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে উইকেটও নিয়েছেন তিনি।
68
দীনেশ কার্তিকের সঙ্গেও এবার মুস্তাক আলি ট্রফিতে উল্লেখযোগ্য পার্টনারশিপ গড়েছেন শাহরুখ। ফলে ডিকে কেকেআর-কে শাহরুখ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।
78
এবারের আইপিএল নিলামে নিজের বেস প্রাইজ ২০ লক্ষ টাকা রেখেছেন শাহরুখ খান। ফলে খুব একটা অর্থও ব্যয় করতে হবে না নাইটদের।
88
ফলে ভবিষ্যতের কথা ভেবে ও ভারতীয় অলরউন্ডারের অভাবপূরণের দিকে তাকিয়ে শাহরুখ খানকে দলে নেয় কিনা কেকেআর এবার সেটাই দেখার।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos