আইপিএল মেগা নিলামের প্রথম দিন, কোন দল কিনল কাকে - ১০ দলের ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা


শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল মেগা নিলাম ২০২২ (IPL Mega Auction 2022)। প্রথম দিনে ২০ জন বিদেশী-সহ মোট ৭৪ জন ক্রিকেটার বিক্রি হয়েছেন। ১০টি ফ্র্যাঞ্চাইজি একদিনে মোট ৩৮৮.১০ কোটি টাকা খরচ করেছে। সবথেকে বেশি ক্রিকেটার কিনেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), ৯ জন। আর প্রথম দিন সবচেয়ে কম সক্রিয় ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), কিনেছে মাত্র ৪ জন ক্রিকেটার। তবে তারাই ঈশান কিষাণ-কে (Ishan Kishan) কিনেছে সর্বোচ্চ ১৫.২৫ কোটি টাকা দিয়ে। নিলামের প্রথম দিনটা ছিল ভারতীয় ফাস্ট বোলারদের জন্য। বেশিরভাগই হেসেখেলে ৫ কোটি টাকার বেশি দর পেয়েছেন। দীপক চাহার, শার্দুল ঠাকুর, হর্ষল প্যাটেল, আবেশ খান এবং প্রসিদ্ধ কৃষ্ণের দাম তো ১০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক প্রথম দিনের নিলামে ১০ টি দল কোন কোন খেলোয়াড়দের কিনল, তার সম্পূর্ণ তালিকা - 

Web Desk - ANB | Published : Feb 13, 2022 12:10 AM IST
110
আইপিএল মেগা নিলামের প্রথম দিন, কোন দল কিনল কাকে - ১০ দলের ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা

ধরে রেখেছে

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি টাকা), এমএস ধোনি (১২ কোটি টাকা), মইন আলি (৮ কোটি টাকা), ঋতুরাজ গায়কোয়াড (৬ কোটি টাকা)।

এদিন কিনেছে 

তুষার দেশপান্ডে (২০ লক্ষ টাকা), আম্বাতি রায়ডু (৬.৭৫ কোটি টাকা), দীপক চাহার (১৪ কোটি টাকা), কে.এম. আসিফ (২০ লক্ষ টাকা), ডোয়াইন ব্রাভো (৪.৪ কোটি টাকা), রবিন উথাপ্পা (২ কোটি টাকা)।

মোট খেলোয়াড় - ১০, তহবিল অবশিষ্ট - ২০.৪৫ কোটি টাকা
 

210

ধরে রেখেছে

ঋষভ পন্থ (১৬ কোটি টাকা), অক্ষর প্যাটেল (৯ কোটি টাকা), পৃথ্বী শ (৭.৫ কোটি টাকা), আনরিখ নখিয়া (৬.৫ কোটি টাকা)।

এদিন কিনেছে 

শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি টাকা), মিচেল মার্শ (৬.৫ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা) কে.এস. ভরত (২ কোটি টাকা), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি টাকা), কুলদীপ যাদব (২ কোটি টাকা), অশ্বিন হেব্বার (২০ লক্ষ টাকা), কমলেশ নগরকোটি (১.১০ কোটি টাকা), সরফরাজ খান (২০ লক্ষ টাকা)।

মোট খেলোয়াড় - ১৩, তহবিল অবশিষ্ট - ১৬.৫০ কোটি টাকা

310

ড্রাফ্টেট খেলোয়াড়

হার্দিক পান্ডিয়া (১৫ কোটি টাকা), রশিদ খান (১৫ কোটি টাকা), শুভমান গিল (৮ কোটি টাকা)।

এদিন কিনেছে 

নূর আহমেদ (৩০ লক্ষ টাকা), জেসন রয় (২ কোটি টাকা), মহম্মদ শামি (৬.২৫ কোটি টাকা), রাহুল তেওয়াটিয়া (৯ কোটি টাকা), অভিনব সদারঙ্গানি (২.৬০ কোটি টাকা), লকি ফার্গুসন (১০ কোটি টাকা), আর. সাই কিশোর (৩ কোটি টাকা)। 

মোট খেলোয়াড় - ১০, তহবিল অবশিষ্ট - ১৮.৮৫ কোটি টাকা

410

ধরে রেখেছে

আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (৮ কোটি টাকা), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি টাকা), সুনীল নারাইন (৬ কোটি টাকা)।

এদিন কিনেছে

প্যাট কামিন্স (৭.২৫ কোটি টাকা), শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা), নীতিশ রানা (৮ কোটি টাকা), শিবম মাভি (৭.২৫ কোটি টাকা), শেলডন জ্যাকসন (৬০ লক্ষ টাকা)।
 
মোট খেলোয়াড় - ৯, তহবিল অবশিষ্ট - ১২.৬৫ কোটি টাকা
 

510

ড্রাফ্টেড খেলোয়াড়

কেএল রাহুল (১৭ কোটি টাকা), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি টাকা), রবি বিষ্ণোই (৮ কোটি টাকা)।

এদিন কিনেছে

আবেশ খান (১০ কোটি টাকা), কুইন্টন ডি কক (৬.৭৫ কোটি টাকা), মার্ক উড (৭.৫ কোটি টাকা), মনীশ পান্ডে (৪.৬০ কোটি টাকা), জেসন হোল্ডার (৮.৭৫ কোটি টাকা), দীপক হুডা (৫.৭৫ কোটি টাকা), ক্রুনাল পান্ডিয়া (৮.২৫ কোটি টাকা), অঙ্কিত সিং রাজপুত (৫০ লক্ষ টাকা)।

মোট খেলোয়াড় - ১১, তহবিল অবশিষ্ট - ৬.৯৫ কোটি টাকা

610

ধরে রেখেছে

রোহিত শর্মা (১৬ কোটি টাকা), জসপ্রিত বুমরাহ (১২ কোটি টাকা), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা), কায়রন পোলার্ড (৬ কোটি টাকা)।

এদিন কিনেছে 

বাসিল থাম্পি (৩০ লক্ষ টাকা), মুরুগান অশ্বিন (১.৬০ কোটি টাকা), ডিওয়াল্ড ব্রেভিস (৩ কোটি টাকা), ঈশান কিষাণ (১৫.২৫ কোটি টাকা)।

মোট খেলোয়াড় - ৮, তহবিল অবশিষ্ট - ২৭.৮৫ কোটি টাকা

710

ধরে রেখেছে

মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি টাকা), অর্শদীপ সিং (৮ কোটি টাকা)।

এদিন কিনেছে

জিতেশ শর্মা (২০ লক্ষ টাকা), শাহরুখ খান (৯ কোটি টাকা), জনি বেয়ারস্টো (৬.৭৫ কোটি টাকা), হরপ্রীত ব্রার (৩.৮০ কোটি টাকা), শিখর ধাওয়ান (৮.২৫ কোটি টাকা), ঈশান পোরেল (২৫ লক্ষ টাকা), কাগিসো রাবাডা (৯.২৫ কোটি টাকা), রাহুল চাহার (৫.২৫ কোটি টাকা), প্রভসিমরন সিং (৬০ লক্ষ টাকা)।

মোট খেলোয়াড় - ১১, তহবিল অবশিষ্ট - ২৮.৬৫ কোটি টাকা
 

810

ধরে রেখেছে

সঞ্জু স্যামসন (১৪ কোটি টাকা), জস বাটলার (১০ কোটি টাকা), যশস্বী জয়সওয়াল (৮ কোটি টাকা)।

এদিন কিনেছে

কেসি কারিয়াপ্পা (৩০ লক্ষ টাকা), রিয়ান পরাগ (৩.৮০ কোটি টাকা), ট্রেন্ট বোল্ট (৮ কোটি টাকা), আর. অশ্বিন (৫ কোটি টাকা), যুজবেন্দ্র চাহাল (৬.৫০ কোটি টাকা), শিমরন হেটমায়ার (৮.৫০ কোটি টাকা), প্রসিদ্ধ কৃষ্ণ (১০ কোটি টাকা), দেবদত্ত পাড়িক্কল (৭.৭৫ কোটি টাকা)।

মোট খেলোয়াড় - ১১, তহবিল অবশিষ্ট - ১২.১৫ কোটি টাকা

910

ধরে রেখেছে 

বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি টাকা), মহম্মদ সিরাজ (৭ কোটি টাকা)।

এদিন কিনেছে 

ফাফ ডু প্লেসিস (৭ কোটি টাকা), অনুজ রাওয়াত (৩.৪০ কোটি টাকা), জশ হ্যাজেলউড (৭.৭৫ কোটি টাকা), আকাশ দীপ (২০ লক্ষ টাকা), শাহবাজ আহমেদ (২.৪০ কোটি টাকা), দীনেশ কার্তিক (৫.৫০ কোটি টাকা), হর্ষল প্যাটেল (১০.৭৫ কোটি টাকা), ওয়ানিন্দু হাসরাঙ্গা (১০.৭৫ কোটি টাকা)। 

মোট খেলোয়াড় - ১১, তহবিল অবশিষ্ট - ৯.২৫ কোটি টাকা
 

1010

ধরে রেখেছে 

কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আব্দুল সামাদ (৮ কোটি টাকা), উমরান মালিক (৮ কোটি টাকা)।

এদিন কিনেছে 

নিকোলাস পুরান (১০.৭৫ কোটি টাকা), জগদীশা সুচিথ (২০ লক্ষ টাকা), শ্রেয়স গোপাল (৭৫ লক্ষ টাকা), কার্তিক ত্যাগী (৮ কোটি টাকা), ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি টাকা), ভুবনেশ্বর কুমার (৪.২০ কোটি টাকা), টি. নটরাজন (৪ কোটি টাকা), প্রিয়ম গর্গ (২০ লক্ষ টাকা), অভিষেক শর্মা (৬.৫০ কোটি টাকা), রাহুল ত্রিপাঠি (৮.৫০ কোটি টাকা)।  

মোট খেলোয়াড় -১৩, তহবিল অবশিষ্ট - ২০.১৫ কোটি টাকা
 

Share this Photo Gallery
click me!

Latest Videos