দিল্লি বধের লক্ষ্যে বদ্ধপরিকর পঞ্জাব, শেষ অনুশীলনেও নিজেদের উজাড় করে দিলেন কেএল রাহুলরা

আইপিএলের ১৩ তম মরসুমের আজ রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছেন কিংস ইলেভেন পঞ্জাব। আইপিএলের ১২ মরসুমে একবার ভারত সেরা হতে পারেনি প্রীতি জিন্টার দল।তাই এবার তরুণ অধিনায়ক কেএল রাহুল ও কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে নতুন করে স্বপ্ন দেখছে পঞ্জাব। রবিবার দিল্লির বিরুদ্ধে নামার আগে শেষ অনুশীলনেও নিজেদের সেরাটা উজার করে দিলেন রাহুল, শামি, ইষান কিষাণরা।
 

Sudip Paul | Published : Sep 20, 2020 9:58 AM IST

110
দিল্লি বধের লক্ষ্যে বদ্ধপরিকর পঞ্জাব, শেষ অনুশীলনেও নিজেদের উজাড় করে দিলেন কেএল রাহুলরা

প্রথম ম্যাচে দিল্লি বিরুদ্ধে নামার আগে দলের শেষ অনুশালনে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। মনোযোগ সহকারে দায়িত্ব নিয়ে ব্য়াট করতে দেখা যায় তাকে।
 

210

নেটে ব্যাটিং অনুশীলন করেন দ্য ইউনিভার্সাল বস ক্যারেবিয়ান তারকা ক্রিস গেইল। নেটে একের পর এক বিগ হিট মারতে দেখা যায় তাকে। ব্যাটিং অনুশীলনের পর শরীর মাসাজ করতেও দেখা যায় তাকে।
 

310

দলের ব্যাটিং লাইন আপ নিয়ে কোচ অনিল কুম্বলের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন অধিনায়ক কেএল রাহুল। কথা হয় অন্য়ান্য বিষয় নিয়েও।
 

410

শুধু ব্য়াটিং নয়, দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে থাকার কারণে আরবে অনুশীলনের শুরু থেকেই ফিটনেসের উপর জোর দিয়েছিলেন কেএল রাহুল। শেষ দিনেও তাকে দেখা গেল ফিজিক্যাল ট্রেনিং করতে।
 

510

এবার পঞ্জাব দলের পেস অ্যাটাকের সেরা অস্ত্রের নাম মহম্মদ শামি। প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে নেটে নিজেকে উজার করে দেন তারকা পেসার।
 

610

এবার পঞ্জাব দলের অপর তারকা পেসার ক্যারেবিয়ান তারকা শেলডন কট্রেল। তিনিও নেটে বোলিং করার সময় নিজেরে সেরাটা দেওয়ার চেষ্টা করেন।
 

710

শামি ও কট্রেলের মতই, নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝড়াতে দেখা গেল পেস বোলার ক্রিস জর্ডানকে। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনিও।
 

810

এবারের পঞ্জাব দলে রয়েছেন বাংলার পেস বোলার ইষাণ পোড়েল। নেটে বোলিংয়ের পাশাপাশি সকলের সঙ্গে আলোচনা করতে দেখা গেল তাকে।
 

910

শুধু অনুশীলন নয়, অনুসীলনের ফাঁকে নিজেদে মধ্যে মজা ও খুনশুটিও চলে ক্রিকেটারদের মধ্যে। মহম্মদ শামিকে দেখা গেল এরমই একটি মুহূর্তে।
 

1010

দলের অনুশীলন, দল কতটা প্রস্তুত, রণনীতি এই সমস্ত বিষয় নিয়ে শেষ অনুশীলনে আলোচনা সেরে নেনে কিংস ইলেভেন পঞ্জাব দলের কোচি স্টাফরা। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos