ইয়ন মর্গ্যান/ আন্দ্রে রাসেল-
অধিনায়ক হিসেবে এবার আইপিএল সফর সুখকর হলেও ব্য়াটসম্যান ইয়ন মর্গ্যানের পারফরমেন্স একেবারেই ভালো নয়। ইতিমধ্যেই অনেকে দাবি তুলেছেন ফাইনালে মর্গ্যানের জায়গায় আন্দ্রে রাসেল ফিট থাকলে তাকে খেলানোর কথা। সেই সম্ভাবনা খুবই কম। ব্র্যান্ডন ম্য়াকালাম সেই সাহস দেখাতে পারেন কিনা সেটাই দেখার।