ভারতীয় দলের ওপেনার মুরলি বিজয় ২০১২ সালে দীনেশ কার্তিকের প্রাক্তন স্ত্রী নিকিতা বানজরাকে বিয়ে করেছিলেন। দীনেশ কার্তিক ২০০৭ সালে নিকিতা বানজরাকে বিয়ে করেছিলেন, তবে তাদের সম্পর্ক কেবল ৫ বছরই টিকেছিল। বিবাহবিচ্ছেদ হওয়ার পরে নিকিতা বানজারা মুরলি বিজয়কে বিয়ে করেছিলেন।