মূল ঘটনা-
২০১৩ আইপিএল চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে তিন ক্রিকেটার- শান্তাকুমারণ শ্রীশান্ত, অঙ্কিত চওবন এবং অজিত চন্ডিলাকে। অভিযুক্ত তিনজনই রাজস্থান রয়েলসের হয়ে খেলতেন। একইসাথে বুকিদের সাথে যোগাযোগ রাখার জন্য গ্রেপ্তার হন বিন্দু দাঁড়া সিং এবং চেন্নাই সুপার কিংস অধ্যক্ষ গুরুনাথ মায়াপ্পন।