কোহলির দুরন্ত ইনিংসে খেল দেখায় ভারি ওজনের ব্যাট,আইপিএল শুরুর আগে জেনে নিন তারকা ক্রিকেটারদের ব্যাটের ওজন

আইপিএল মানেই হার্ড হিটিং। দর্শকরা মুখিয়ে বসে থাকে ব্যাটসম্যানদের বিশাল বিশাল ছক্কা ও রকেটের গতিতে বাউন্ডারি দেখার জন্য। আর ব্যাটসম্যান হার্ড হিটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ব্যাটের ওজন। কোন ব্যাটসম্যান কত ওজনের ব্যাট দিয়ে খেলেন তা জানার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেক ক্রিকেট ভক্তরাই। আৎ এবারের আইপিএলের ব্যাটসম্যানদের ব্যাটের ওজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ উপমহাদেশ বিশেষ করে আরব আমিরশাহির উইকেটে বাউন্স কম, মন্থর গতির উইকেট। সেক্ষেত্রে বল হিট করতে একটু সমস্যা হয় ব্যাটসম্যানদের। সেখানে ভারি ব্যাট নিয়ে খেললে বল বাইন্ডারি পার করতে সুবিধা হয়। তাই অনেক ব্যাটসম্যানই অল্প অল্প করে তাদের ব্যাটর ওজন বাড়াতে পারে বলেও খবর। তাই আইপিএল ২০২০ শুরুর আগে জেনে নিন বেশ কিছু তারকা ক্রিকেটারদের ব্যাটের ওজন।
 

Sudip Paul | Published : Sep 15, 2020 8:46 AM IST / Updated: Sep 15 2020, 02:18 PM IST
111
কোহলির দুরন্ত ইনিংসে খেল দেখায় ভারি ওজনের ব্যাট,আইপিএল শুরুর আগে জেনে নিন তারকা ক্রিকেটারদের ব্যাটের ওজন

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরই হার্ড হিটিং জন্য বিখ্যাত। মাহি ব্যাটের ওজন ১২৩০ গ্রাম।
 

211

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মার ব্যাটের ওজন ১১০০ গ্রাম।
.

311

কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটেন ওজন ১১৪০ গ্রাম।
 

411

বিশ্ব ক্রিকেটের রান মেশিন ও ভারতীয় দল এবং আরসিবির অধিনায়ক বিরাট কোহলির ব্যাটের আয়োজন ১০০০ গ্রামের থেকে একটু বেশি।
 

511

অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনও হার্ড হিটিংয়ে সিদ্ধ হস্তক। তিনিও সিএসকের অন্যতম প্রধান ব্যাটসম্যাম। ওয়াটসনের ব্যাটের ওজন ১২৫০ গ্রাম।

611

ইউনিভার্সাল বস, ক্যারেবিয়ান তারকা ও কিংস ইলেভেন পঞ্জাব দলের ওপেনার ক্রিস গেইলের ব্যাটের ওজন ১৩০০ গ্রাম।
 

711

অপর ক্যারেবিয়ান তারকা ও কেকেআরের ম্যাচ ফিনিশার আন্দ্রে রাসেলের ব্যাটের ওজন ১১৯০ গ্রাম।

811

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক অজি ডেভিড ওয়ার্নারের ব্যাচের ওজন ১০২৪ গ্রাম।
 

911

নতুন তারকাদের মধ্যে হার্ড হিটিংয়ে খ্যাত ভারতীয় ও মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার ব্যাটের ওজন ১২২০ গ্রাম।
 

1011

টেকনিক ও হার্ড হিটিংয়ের 'ককটেল' কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। তার ব্যাটের ওজন ১১৬০ গ্রাম।
 

1111

দিল্লি ডেয়ার ডেভিলসের মারকাটারি ব্যাটসম্যান ঋষভ পন্থও ভারি ব্যাট দিয়ে খেলতে পছন্দ করেন। তার ব্যাটের ওজন ১১৬০ গ্রাম।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos