রিভার্স স্কুপ
এটি প্রচলিত স্কুপ, আপার কাট কিংবা টপ এডজের থেকে বেশ খানিকটা অন্যরকম এবং ঝুঁকিপূর্ণ। এ বি ডিভিলিয়ার্স বা গ্লেন ম্যাক্সওয়েল-রা এই শটটি খেলেন একটু বিশেষ কায়দা করে। ডিভিলিয়ার্স সাধারণত বোলার বল ছোঁড়ার আগে তিনি প্রথমে ২-৪ বার নিজের অবস্থান পরিবর্তন করেন এবং উইকেট কিপারকে ফাঁকি দিয়ে স্ট্রোক করার জন্য একটি সু্বিধাজনক জায়গা বেছে নেন। এরপর নিখুঁত টাইমিংয়ের মাধ্যমে থার্ড ম্যান কিংবা স্লিপ এরিয়ার ওপর দিয়ে বলটিকে উড়িয়ে দেন। ম্যাক্সওয়েল অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই কায়দার চেয়েও বেশি শক্তির সাহায্য নেন শটটি খেলার সময়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দুজনেই শটটি খেলেন পেসারদের বিরুদ্ধে যাতে তাদের গতিটিকে কাজে লাগানো যায়।