সময়ের সাথে সাথে ক্রিকেটেও প্রতিনিয়ত একাধিক পরিবর্তন হয়ে আসছে। পাঁচ দিনের ক্রিকেট এবং সীমিত ওভারের ক্রিকেটের মাঝে আজ তৈরি হয়েছে প্রচুর পার্থক্য। টেস্ট ক্রিকেটে এখনও যেমন ঠান্ডা মেজাজের কোনো বিকল্প নেই, তেমনিভাবে টি-টোয়েন্টি বা ওয়ানডে ফর্ম্যাটের গুরুত্বপূর্ণ মুহূর্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনও বিকল্প নেই। আর এজন্য যুগের সাথে তাল মেলাতে গিয়ে ব্যাটসম্যানদের শুধুমাত্র কপিবুক অর্থোডক্স ক্রিকেট খেললেই চলছে না, বরং সময়ে সময়ে নিজেদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভা কাজে লাগিয়ে নানান রকমের উদ্ভাবনী শটও খেলতে হচ্ছে, যেগুলো ব্যাটসম্যানরা প্রয়োগ করার আগের মুহুর্ত অবধি বোলাররা কল্পনাও করতে পারেন না। আধুনিক ক্রিকেটের তেমনই কয়েকটি ব্যতিক্রমধর্মী শট নিয়েই রইলো আজকের প্রতিবেদন