লুকস ও হটনেসে হার মানবে যে কোনও মডেল, এই 'ডিভা'-র প্রেমেই হাবুডুবু খাচ্ছেন ঋষভ পন্থ

Published : Jan 21, 2021, 05:16 PM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ে গুকুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সিডনি টেস্ট ভারত যে ড্র করেছে তাতে ৯৭ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন পন্থ। ব্রিসবেনে ভারতের জয়ের ক্ষেত্রেও ৮৯ রানের স্মরণীয় ইনিংস খেলেছেন ঋষভ। অস্ট্রেলিয়া সফর পন্থের কেরিয়ারকে নতুন মাত্রা দিল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ক্রিকেট মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ঋষভ পন্থ। তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়েও জানার বিষয়ে কৌতুহলী হয়ে থাকেন তার ভক্তরা। আজ আপনাদের জানাবো ঋষভ পন্থের লাভ লাইফের বিষয়ে।   

PREV
112
লুকস ও হটনেসে হার মানবে যে কোনও মডেল, এই 'ডিভা'-র প্রেমেই হাবুডুবু খাচ্ছেন ঋষভ পন্থ

ক্রিকেট কেরিয়ারের মত ঋষভ পন্থ নিজের লাভ লাইফ নিয়ে সবসময় চর্চায় থাকেন। কিছু সময় আগে পর্যন্ত বলি অভেনেত্রী উর্বশী রাউটেলার সঙ্গে ডেটিং করছিলেন ঋষভ। দুজনকে একসঙ্গে বেশ কয়েকবার দেখাও গেছে। কিন্তু বেশিদিন  স্থায়ী হয়নি তাদের সম্পর্ক।
 

212

এরপর ২০২০ সালে শুরুর দিকে অন্য একজন সুন্দরীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন ঋষভ পন্থ। কমেন্টে লেখেন, আমি তোমাকে খুশি রাখতে চাই, কারণ তোমার জন্য আমি খুশি রয়েছি। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। 
 

312

বর্তমানে যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা তার নাম দিশা নেগি। তাদের মধ্যে সম্পর্কের কথা নিজেরা স্বীকারও করেছে।
 

412

দিশা নেগা কোনও অভিনেত্রী নয়, তিনি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। ঋষভ পন্থকে খুব ভালবাসেন তিনি।
 

512

ঋষভ পন্থের বান্ধবী উত্তরাখন্ডের বাসিন্দা। আমেঠি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। তারপর পেশা হিসেবে ইন্টেরিয়ার ডিজাইনিংকে বেছে নিয়েছেন।

612

দিশা নেগি খুবই সুন্দরী। একইসঙ্গে যথেষ্ট হট তিনি। সোশ্যাল মিডিয়ায় তার এক একটি ফটো রীতিমত ঝড় তোলে।
 

712

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় পন্থের প্রেমিকা। তার ফলোয়ার্সের সংখ্যা প্রচুর। দিশা ছবির জন্য অপেক্ষা করে থাকেন সকলে।
 

812

ঋষভ পন্থের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েও ছবি শেয়ার করেছেন দিশা। রোমান্টিক মুহূর্তেও পাওয়া গিয়েছে দুজনকে।
 

912

ঋষভ পন্থের জন্মদিনে একটি ছবি শেয়ার করে দিশা লেখেন 'বার্থ ডে বেবি'। যেই পোস্ট বেশ পছন্দ করেন নেটিজেনরা। 
 

1012

একাই নয় নিজেদের বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গেও বিভিন্ন জায়গায় ঘুরতে যান পন্থ ও দিশা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। 
 

1112

ফটো শুট করতে খুব পছন্দ করেন দিশা নেগি। সোশ্যাল মিডিয়ায় দিশা প্রচুর ফটো শেয়ার করেন। সেই সব ফটো খুব প্রশংসিত হয়।
 

1212

দিশা ও ঋষভ পন্থের জুটি খুবই পছন্দ করেছেন নেটিজেনরা। দুজনকে শুভেচ্ছাও জানিয়েছেন সকলে। 
 

click me!

Recommended Stories