যত দোষ বিরাট কোহলির, টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটাররাও দীর্ঘদিন দেখেনি সেঞ্চুরির মুখ

Published : Jul 19, 2022, 12:40 PM IST

লাগাতার অফ ফর্মের কারণে ঘরে-বাইরে সমালোচনার শিকার হচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় ৩ বছর ধরে সেঞ্চুরি নেই বিরাটের ব্য়াটে। দল থেকে তাকে বাদ দেওয়া কথাও উঠেছে। তবে বিরাট কোহলির পাশেও দাঁড়িয়েছেন অবেকে। তবে শুধু বিরাট কোহলি একা নয়, ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket)কয়েক বছর ধরে সেঞ্চুরি নেই এমন আরও ক্রিকেটার রয়েছে। জেনে নিন কারা তারা।   

PREV
18
যত দোষ বিরাট কোহলির, টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটাররাও দীর্ঘদিন দেখেনি সেঞ্চুরির মুখ

২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম দিনরাতের টেস্ট। সেখানে নিজের শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি।  তারপর প্রায় ৩ বছর হতে চললেও বিরাটের ব্যাটে আসেনি কোনও শতরান।  সেঞ্চুরি তো অনেক দুরস্থ, বিরাট কোহলিকে তার চেনা ছন্দে পাওয়া যাচ্ছে  না দীর্ঘ দিন। 

28

আইপিএলে কয়েকটি ম্য়াচে রান করলেও দেশের জার্সিতে ফিরতেই যেই কী সেই। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরেও টেস্ট-টি২০-ওডিআই সব ফর্ম্য়াটেই  ব্যাটে রানের খরা অব্যাহত বিরাট কোহলির। যা নিয়ে তুমুল সমালোচনার শিকার হতে হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
 

38

বিরাট কোহলির  পরবর্তী জমানায় ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। কিন্তু জানলে আশ্চর্য্য হবেন রোহিত শর্মাও দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে টেস্টে ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন হিটম্যান।

48

শুধু তাই নয় সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা বিশ্বের অন্যতম সেরা ব্য়াটসম্যান। ২০১৯ সালে এক বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করেছিলেন তিনি। টি২০ ক্রিকেটেও চারটি সেঞ্চুরি রয়েছে রোহিতের। কিন্তু একদিনের ক্রিকেটে রোহিত শর্মা শেষ সেঞ্চুরি করেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

58

ভারতীয় টেস্ট দলের মিডিল অর্ডারের স্তম্ভ যাকে বলা হয় সেই চেতেশ্বর পুজারাও ৩ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি। পুজারার ব্যাটে শেষ সেঞ্চুরি এসেছিল ২০১৯ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকে আর তিন অঙ্কে পৌছতে পারেননি তিনি।

68

চেতেশ্বর পুজারা খারাপ ফর্মের কারণে টিম ইন্ডিয়াতে জায়গা হারিয়েছিলেন। ২০২২ সালের রঞ্জি ট্রফিতে দুটি সেঞ্চুরি এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে চারটি সেঞ্চুরি করার পরে ভারতীয় দলে ফিরেছিলেন। কিন্তু ইংল্য়ান্ড সফরে পঞ্চম টেস্টেও সেঞ্চুরি করতে পারেননি চেতেশ্বর পুজারা।

78

ভারতীয় ওপেনার শিখর ধওয়ানের টেস্টে ৭টি এবং ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি করেছেন। শিখর ধওয়ান এমন একজন ক্রিকেটার যার টেস্টে হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি। কিন্তু খারাপ ফর্মের কারণে ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা হারিয়েছেন ধওয়ান। টি২০ দলেও জায়গা পাচ্ছেন না তিনি।

88

বর্তমানে শুধু একদিনের ক্রিকেট খেলেন শিখর ধওয়ান। কিন্তু তিনিও তিন বছরের বেশি সময় হয়ে গেব আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি।  ২০১৯ সালের জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন। ইংল্য়ান্ডের বিপক্ষে একদিনের সিরিজেও ভালো পারফর্ম করতে পারেননি। 
 

Read more Photos on
click me!

Recommended Stories