আন্দ্রে রাসেল-
শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, আইপিএলের ইতিহাসেও যে অন্যতম সেরা ম্য়াচ ফিনিসারের নাম আন্দ্রে রাসেল সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। রাসেলের মাসেল পাওয়ারে ভর করে বহু যুদ্ধ জয়ের হাসি হেসেছে কেকেআর। তবে আইপিলের শেষ দুটি মরসুম ধরে নিজের চেনা ছন্দে পাওয়া যায় ক্য়ারেবিয়ান তারকাকে। তবে আন্দ্রে রাসেলের উপর যে কেকেআর ফ্র্যাঞ্চাইজি এখনও ভরসা হারায়নি তার প্রমাণ মিলেছে। মেগা নিলামের আগেই রাসেলকে রিটেন করে কলকাতা নাইট রাইডার্স। সেই ভরসার সম্মাব দিয়ে দলের লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্য়াটিং করতে মুখিয়ে রয়েছেন রাসেল।